ETV Bharat / state

Technician Died in Electrocuted: সাঁতরাগাছিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রেলকর্মীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 6:32 PM IST

Etv Bharat
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রেলকর্মীর

সাঁতরাগাছিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু রেলকর্মীর ৷ নিরঞ্জন কিসপত্তা নামে 59 বছরের ওই কর্মী সাঁতরাগাছির সিনিয়র টেকনিসিয়ন পদে কর্মরত ছিলেন ৷ শনিবার সকালে নিরঞ্জনবাবুর মৃত্যুতে তাঁর সহকর্মী ও পরিবারের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রেলকর্মীর

হাওড়া, 23 সেপ্টেম্বর: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রেলকর্মীর ৷ শুক্রবার হাওড়ার সাঁতরাগাছি এলকার ঘটনা ৷ মৃতের নাম নিরঞ্জন কিসপত্তা (59) ৷ তিনি সাঁতরাগাছির সিনিয়র টেকনিসিয়ন পদে কর্মরত ছিলেন ৷ স্থানীয় আন্দুল এলাকার দুইল্যা অঞ্চলের বাসিন্দা ৷ রেল ইয়ার্ডের উপর যাওয়ার সময় নীচে পড়ে তার হাইটেনশন তারের উপর অসাবধানতাবশত পা- পিছলে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে তাঁর ৷

আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে সদস্যদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে ৷ আর মাত্র এক বছর ছিল তাঁর কর্ম জীবন ৷ তার পরেই অবসর নিতেন মৃত রেল কর্মী । তার আগেই ঘটেগেল মর্মান্তিক দুর্ঘটনা ৷ শনিবার সকালে নিরঞ্জনবাবুর এহেন মৃত্যুতে তাঁর সহকর্মীদের মধ্যেও নেমে আসে শোকের ছায়া।

সূত্রের খবর হাওড়া সাঁতরাগাছিতে রেলের সিনিয়র টেকনিশিয়ান পদে তিনি কর্মরত ছিলেন ৷ শুক্রবার রাত্রে কাজ সেরে রেল ইয়ার্ড দিয়ে ফিরে আসছিলেন ৷ সেই সময়েই পা পিছলে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই রেল কর্মীর । সহকর্মীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ুর ঘটনা জানাজানিহতেই অন্যান্য রেলকর্মীরা ছুটে আসেন ৷ ঘটনাস্থলে উপস্থিত হন রেলের আধিকারিকরাও ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় । পুরো ঘটনাটি খতিয়ে দেখছে জিআরপি এবং আরপিএফ আধিকারিকরা । ময়নাতদন্তের পর মৃত রেল কর্মীর দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেই রেল সূত্রে খবর । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু হয়েছে কি না তাও স্পষ্ট হবে ৷

আরও পড়ুন: মর্মান্তিক! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল একই পরিবারের চারজনের

ঘটনা প্রসঙ্গেই মৃত রেল কর্মীর ছেলে বলেন, "শুক্রবার রাত 10টা নাগাদ কাজ থেকে বাড়ি ফেরার সময় ই দুর্ঘটনাটি ঘটেছে । বৃষ্টিতে পা পিছলে বিদ্যুতের তারের উপর পড়ে যায় বাবা । কোনওভাবে সেই তার গলাতেও লাগে । এই দুর্ঘটনায় কার গাফিলতির কারণে হয়েছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় । তবে ওই তার ওভাবে পড়ে না থাকলে হয়ত বাবার মৃত্যু হত না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.