ETV Bharat / state

Prophet Remarks Row : গ্রামীণ হাওড়ার বিস্তীর্ণ এলাকায় বহাল থাকবে 144 ধারা, নির্দেশিকা জেলা প্রশাসনের

author img

By

Published : Jun 13, 2022, 8:07 PM IST

howrah
হাওড়া গ্রামীণ এলাকায় ফের জারি 144 ধারা

পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি ৷ পয়গম্বর বিতর্কের জেরে বারে বারে উত্তপ্ত হয়ে উঠছে হাওড়ার বিস্তীর্ণ এলাকা (Prophet Remarks Row) ৷ তাই হাওড়া গ্রামীণের একাধিক এলাকায় পুনরায় 144 ধারা জারির নির্দেশ দিল জেলা প্রশাসন ৷

হাওড়া, 13 জুন : এখনও পুরোপুরি শান্ত হয়নি জেলা । সমস্তদিক পর্যালোচনা করে হাওড়ার বিস্তীর্ণ গ্রামীণ এলাকায় 144 ধারা বহাল রাখার নির্দেশ দিল জেলা প্রশাসন (Section 144 will continue in the vast areas of Howrah Gramin ordered by District Administration)। জেলাশাসকের স্বাক্ষরিত একটি নির্দেশিকায় জানান হয়েছে বনহাড়িশপুর, পাঁচলা, বেলডুবি, দেউলপুর, বিকিহাকলা, মনসাতলা, চেঙাইল, নিমদিঘি, গঙ্গারামপুর, বাজারপাড়া, ফুলেশ্বর, উলুবেড়িয়া ও এসডিও অফিস থেকে 200 মিটার পর্যন্ত এলাকা-সহ উলুবেড়িয়া হাসপাতাল, উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত উলুবেড়িয়া থানা, খালিসানি, রঘুদেবপুর, তুলসীবেরিয়া, টোকাপুর, খালাতপুর, কুমারচক, সোনাতলা, বাউড়িয়া, বাগনান প্রভৃতি হাওড়া গ্রামীণের বিস্তীর্ণ এলাকাগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্টই অবনতি হয়েছে বলে স্বীকার করেছে জেলা প্রশাসন ।

তাই এই বিশৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলা করতে এবং শান্তি ফেরাতে এলাকাগুলোতে 13 থেকে 15 জুন পর্যন্ত 144 ধারা জারি রাখার কথা জানান জেলাশাসক মুক্তা আর্য্য । এমনকি এলাকাগুলোতে একইসঙ্গে 5 জন ও সশস্ত্র অবস্থায় ঘোরাফেরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয় । সোমবার ফের 144 ধারা জারির নির্দেশ দিয়ে জেলা প্রশাসনের তরফে জানানো হয় পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত এই ব্যবস্থাই বলবৎ রাখা হবে ৷

howrah
হাওড়া জেলা প্রশাসনের দেওয়া 144 ধারা জারির নির্দেশিকার দ্বিতীয় অংশ

প্রসঙ্গত, বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন এক শ্রেণির মানুষ ৷ বিক্ষোভের জেরে উত্তাল হয়ে ওঠে হাওড়ার বিস্তীর্ণ এলাকা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি হয় 144 ধারা ও বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা ৷ এরপর পরিস্থিতির সামান্য উন্নতি হলেও নতুন করে ঝামেলার আঁচ পেতেই ফের 144 ধারা জারির নির্দেশ দেয় হাওড়া জেলা প্রশাসন ৷ যদিও সোমবার থেকে ইন্টারনেট পরিষেবা চালু করে দেওয়া হয়েছে ৷

howrah gramin
হাওড়া জেলা প্রশাসনের দেওয়া 144 ধারা জারির নির্দেশিকার প্রথম অংশ

আরও পড়ুন : Prophet Remarks Row : পয়গম্বর ইস্যুতে প্রতিবাদ-বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে চায় রাজ্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.