ETV Bharat / state

Jute Mill Manager Arrest : বকেয়া মহার্ঘ্য ভাতা ও গ্র্যাচুইটি, গ্রেফতার জুটমিলের ম্যানেজার

author img

By

Published : Jan 9, 2022, 6:34 PM IST

অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারীদের অন্তত আট কোটি টাকার মহার্ঘ্য ভাতা ও গ্র্যাচুইটি বকেয়া থাকায় জুটমিলের ম্যানেজারকে গ্রেফতার (Jute Mill Manager Arrest) করল পুলিশ ৷ হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুট মিলের ঘটনা ৷ ওই ব্যক্তিকে কলকাতার কসবা থেকে পাকড়াও করা হয় ৷

police arrest jute mill manager for condemning court
Jute Mill Manager Arrest : বকেয়া মহার্ঘ্য ভাতা ও গ্র্যাচুইটি, গ্রেফতার পাটকলের ম্যানেজার

হাওড়া, 9 জানুয়ারি : অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতা ও গ্র্যাচুইটি না মেটানোয় গ্রেফতার হতে হল জুটমিলের ম্যানেজারকে (Jute Mill Manager Arrest) ৷ অন্যদিকে, দ্রুত বকেয়া মেটানোর দাবিতে জুটমিলের বাইরেই অবস্থান বিক্ষোভ করল কংগ্রেস ৷ রবিবার হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুট মিলের বাইরে আয়োজিত কংগ্রেসের এই কর্মসূচির (Howrah Congress Agitation) জেরে উত্তেজনা ছড়ায় ৷ অন্যদিকে, মালিকপক্ষের কারও নাগাল না পেলেও জুটমিলের ম্যানেজার সজলকুমার চন্দ্রকে কলকাতার কসবা থেকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন : জুটমিলে কর্মরত অবস্থায় মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ চন্দননগরে

বর্তমানে ডেল্টা জুট মিলের শ্রমিক সংখ্যা কয়েক হাজার ৷ কারখানার উৎপাদন প্রক্রিয়া এখনও অব্যাহত ৷ কিন্তু এখানকার অবসরপ্রাপ্ত প্রায় দেড় হাজার শ্রমিকের অভিযোগ, বছরের পর বছর কেটে গেলেও মহার্ঘ্য ভাতা ও গ্র্যাচুইটির টাকা পাচ্ছেন না তাঁরা ৷ যার পরিমাণ অন্তত আট কোটি ৷ আবেদন, নিবেদনে কাজ না হওয়ায় এনিয়ে আদালতের দ্বারস্থ হন অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারীরা ৷ হাওড়া আদালতে মামলা করেন 300 জন ভুক্তভোগী ৷ যদিও সূত্রের দাবি, এই মামলার পিছনে কংগ্রেসের স্থানীয় নেতা, কর্মীদের সহযোগিতা রয়েছে ৷ আদালতের রায় মামলাকারীদের পক্ষেই যায় ৷ অবিলম্বে জুটমিল কর্তৃপক্ষকে বকেয়া মেটানোর নির্দেশ দেয় আদালত ৷

আরও পড়ুন : ওয়েলিংটন জুটমিলে কাজ বন্ধের নোটিশ, বিক্ষোভ জি টি রোডে

তবে এরপরও টনক নড়েনি কর্তৃপক্ষের ৷ তাই আদালত অবমাননার অভিযোগে কারখানার ম্যানেজারকে গ্রেফতার করা হয় ৷ মামলাকারীদের আশা, এবার হয়তো বকেয়া টাকা হাতে পাবেন তাঁরা ৷ কিন্তু, এরপরও যদিও মালিকপক্ষ তাদের টাকা মেটাতে রাজি না হয়, তা আইন মাফিকই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা ৷ তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় কংগ্রেস নেতৃত্বও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.