ETV Bharat / state

JP Nadda : বেলুড় মঠ দর্শনে জেপি নাড্ডা

author img

By

Published : Jun 9, 2022, 11:11 AM IST

Updated : Jun 9, 2022, 1:31 PM IST

JP Nadda in belur
বেলুড় মঠ দর্শনে জেপি নাড্ডা

বৃহস্পতিবার বেলুড় মঠে যান জেপি নাড্ডা ৷ (JP Nadda visits Belur Math)। এদিন মূল মন্দির দর্শন ছাড়াও, গঙ্গার ঘাট ও বেলুড় মঠের সংগ্রহশালা পরিদর্শন করেন জেপি নাড্ডা ৷

হাওড়া, 9 জুন : বেলুড় মঠে এলেন বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (JP Nadda at Belur Math) । বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ তিনি বেলুড় মঠে প্রবেশ করেন । তাঁর আগমনকে কেন্দ্র করে এদিন হাওড়া বিজেপি'র কর্মকর্তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো । জেপি নাড্ডা এদিন বেলুড় মঠের মূল মন্দির দর্শন করেন । এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেলুড় মঠে এসেছিলেন ৷

আরও পড়ুন : কর্মীদের চাঙ্গা করতে নাড্ডার ভোকাল টনিক!

বেলুড় মঠ দর্শনে জেপি নাড্ডা

এদিন মূল মন্দির দর্শন ছাড়াও, গঙ্গার ঘাট ও বেলুড় মঠের সংগ্রহশালা পরিদর্শন করেন জেপি নাড্ডা ৷ মঠের প্রধান মহারাজের সঙ্গেও তিনি দেখা করেন । বেলুড় মঠ সফরে এদিন বিজেপি'র সর্বভারতীয় সভাপতির সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বৈশালী ডালমিয়া-সহ অন্যান্য পদাধিকারী । নাড্ডা জানিয়েছেন, বেলুড় মঠে এসে তিনি নিজেকে ধন্য মনে করছেন । বেশ কিছুক্ষণ এখানে সময় কাটান তিনি ৷

আরও পড়ুন : চা শ্রমিকদের 15% হারে অন্তবর্তী মজুরি বৃদ্ধিতে সওয়াল মুখ্যমন্ত্রীর

Last Updated :Jun 9, 2022, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.