ETV Bharat / state

Jatu Lahiri Death Politicisation: জটুদা তৃণমূলে থাকলে সম্মানের সঙ্গে বিদায় নিতেন, কল্যাণের বিতর্কিত মন্তব্যের নিন্দা বিজেপির

author img

By

Published : Feb 16, 2023, 3:11 PM IST

Updated : Feb 16, 2023, 6:22 PM IST

Jatu Lahiri Death ETV Bharat
জটু লাহিড়ী

তিনি তৃণমূলে থাকলে সম্মানের সঙ্গে বিদায় নিতে পারতেন ৷ জটু লাহিড়ীর (Jatu Lahiri Passes Away) মৃত্যুতে কল্যাণ ঘোষের (Kalyan Ghosh reaction on Jatu Lahiri demise) বিতর্কিত মন্তব্যকে নোংরা রাজনীতি বলে কটাক্ষ করল বিজেপি (Jatu Lahiri Death Politicisation)।

জটু লাহিড়ীর মৃত্যুতে রাজনীতি

হাওড়া, 16 ফেব্রুয়ারি: বিজেপি জটু লাহিড়ীকে সম্মান দেয়নি ৷ তিনি তৃণমূলে থাকলে সম্মানের সঙ্গে বিদায় নিতে পারতেন ৷ পাঁচবারের বিধায়ক জটু লাহিড়ীর (Jatu Lahiri Passes Away) প্রয়াণে এই মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ (Kalyan Ghosh reaction on Jatu Lahiri demise)। একে নোংরা রাজনীতি বলে তোপ দেগেছে বিজেপি (Jatu Lahiri Death Politicisation)।

বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের: বুধবার গভীর রাতে বর্ষীয়ান রাজনীতিবিদ জটু লাহিড়ীর জীবনাবসান হয় । বৃহস্পতিবার তাঁর মৃত্যুতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন হাওড়া (Howrah News) সদর তৃণমূলের সভাপতি ও ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ ।

তিনি বলেন, "জটুদা দীর্ঘদিন ধরে রাজনীতিতে ছিলেন । অবিভক্ত কংগ্রেস থেকে তিনি তৃণমূলে আসেন । পাঁচ বারের বিধায়ক ছিলেন । তবে 2021 সালে তৃতীয়বার তৃণমূলের সরকার তৈরির আগে কিছু মানুষের বিভ্রান্তিতে তিনি বিজেপিতে চলে যান । যদি তিনি তৃণমূলে থাকতেন তাহলে অন্তিম যাত্রাতে যথাযোগ্য সম্মান পেতেন । যেটা বিজেপি তাঁকে কখনওই দেয়নি ।"

নিন্দায় সরব বিজেপি: শাসক দলের সভাপতির এ হেন মন্তব্যের নিন্দা করেছে বিজেপি ৷ বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার পরে মুকুল রায়, অর্জুন সিংয়ের মতো নেতারা কতটা সম্মান পেয়েছেন, তাই নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই । পাশাপাশি তিনি বলেন "ত্রিপুরা বিমানবন্দরে ঢোকার মুখে যে চলচ্চিত্র রাজীব বন্দ্যোপাধ্যায় দেখালেন, তাতে তিনি তৃণমূলে ফিরে কতটা সম্মান পেয়েছেন সেটা বোঝা যাচ্ছে ।"

আরও পড়ুন: 5 বারের বিধায়ক জটু লাহিড়ীর জীবনবসান

নোংরা রাজনৈতিক মন্তব্য বলে কটাক্ষ বিজেপির: ডোমজুড়ের বিধায়ককে একহাত নিয়ে উমেশ রাই বলেন, কল্যাণ ঘোষ মুখ খুললেই বিতর্কিত মন্তব্য করেন ৷ এটাই শাসক দলের সংস্কৃতি বলে দাবি করেন তিনি । তিনি আরও বলেন, এতদিনের বিধায়ক ও পৌর প্রতিনিধি যিনি সিপিএমের বিরুদ্ধে লড়াই করে এসেছেন, সেই বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তি নিজের দলের দুর্নীতি দেখে ও যোগ্য সম্মান না পেয়ে বিজেপিতে যোগদান করেছিলেন । আর তাঁর মৃত্যুর দিনে যেখানে সবাই তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন, সেখানে কল্যাণের এই নোংরা রাজনৈতিক বক্তব্যকে মেনে নেওয়া যাচ্ছে না ৷

প্রসঙ্গত বুধবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বর্ষীয়ান রাজনীতিবিদ জটু লাহিড়ীর । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর । তাঁর স্ত্রী ও কন্যা কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন । তিনি তাঁর মৃত্যুকালে এক ছেলে ও তাঁর পরিবারের সদস্যদের রেখে যান ।

Last Updated :Feb 16, 2023, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.