ETV Bharat / state

আয় তলানিতে, ব্যাহত হতে পারে হাওড়া-কলকাতা ফেরি পরিষেবা

author img

By

Published : Sep 4, 2020, 10:51 AM IST

Updated : Sep 4, 2020, 11:03 AM IST

Howrah-Kolkata ferry service
ব্যাহত হতে পারে হাওড়া-কলকাতা ফেরি পরিষেবা

হাওড়া স্টেশনে প্রায় 10 লাখ নিত্যযাত্রীর একটা অংশ এই ফেরি পরিষেবার উপর নির্ভরশীল । কিন্তু দীর্ঘ পাঁচ মাস হাওড়া স্টেশনে লোকাল ট্রেন বন্ধ থাকায় মাত্র কয়েজন যাত্রী নিয়ে লঞ্চ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে সমিতি । মূলত ডিজ়েলের দাম বৃদ্ধি এবং অল্পসংখ্যক যাত্রী যাতায়াত করায় আয় একেবারে নেই বললেই চলে ।

হাওড়া, 4 সেপ্টেম্বর : বড়সড় আর্থিক সংকটের মুখে পড়তে চলেছে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি । পুজোর মুখেই বেতনহীন প্রায় 300 কর্মী । যার জেরে হাওড়া-কলকাতা একাধিক রুটে ফেরি পরিষবা অনিশ্চিত হয়ে পড়েছে । সমিতির কর্মীদের দাবি, অবিলম্বে রাজ্য সরকার আর্থিক সাহায্য না করলে বিপদ আরও বাড়বে । অচলাবস্থা কাটাতে গতকাল হাওড়া ফেরিঘাটে কর্মীরা জমায়েত করে আলোচনা করেন । এই আলোচনার পর সরকারকে ফের একটি চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।


দেশব্যাপী কোরোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের জেরে বন্ধ রেল পরিষেবা । হাওড়া স্টেশনে প্রায় 10 লাখ নিত্যযাত্রীর একটা অংশ এই ফেরি পরিষেবার উপর নির্ভরশীল । কিন্তু দীর্ঘ পাঁচ মাস হাওড়া স্টেশনে লোকাল ট্রেন বন্ধ থাকায় মাত্র কয়েকজন যাত্রী নিয়ে লঞ্চ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে সমিতি । মূলত , ডিজ়েলের দাম বৃদ্ধি এবং অল্পসংখ্যক যাত্রী যাতায়াত করায় আয় একেবারে নেই বললেই চলে । তাই প্রায় 350 কর্মীর বেতন মেটাতে গিয়ে জমানো পুঁজিও শেষের পথে । গত মাস দু'য়েক পুঁজি থেকে বেতন মেটাতে গিয়ে শেষ সম্বলটুকুও তলানিতে । এই অবস্থায় কর্মীরা প্রায় একমাস বেতনহীন । বেতন কবে পাবেন তা নিয়েও ধোঁয়াশা রয়েছে । পরিস্থিতির কথা জানিয়ে মুখ্যমন্ত্রী ও সমবায়মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে । কিন্তু কোনও কাজ হয়নি বলে অভিযোগ । কোনও সাহায্যের আশ্বাসও নাকি মেলেনি । পরিস্থিতি আরও জটিল হয়েছে । একটি রিপোর্ট অনুযায়ী , সমবায় সমিতিকে বাঁচানোর জন্য অবিলম্বে পাঁচ কোটি টাকা প্রয়োজন ।

উল্লেখ্য, হাওড়া-বাবুঘাট , হাওড়া-বাগবাজার , হাওড়া-ফেয়ারলি , রামকৃষ্ণপুর-বাবুঘাট , মেটিয়াবুরুজ-নাজিরগঞ্জ ,বজবজ-বাউরিয়ার মতো একাধিক রুটে পরিষেবা কার্যত অনিশ্চিত বলে কর্মীরা জানিয়েছেন । এদিকে এই প্রসঙ্গে সমবায় মন্ত্রী কোনও মন্তব্য করতে চাননি ।

আয় তলানিতে, ব্যাহত হতে পারে হাওড়া-কলকাতা ফেরি পরিষেবা , এই বিষয়ে কী বলছেন কর্মীরা ? শুনে নিন
Last Updated :Sep 4, 2020, 11:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.