ETV Bharat / state

Cyclone Sitrang: সিত্রাং মোকাবিলায় সতর্ক হাওড়া প্রশাসন, বন্ধ হল ফেরি পরিষেবা

author img

By

Published : Oct 24, 2022, 8:08 PM IST

সিত্রাং ঘূর্ণিঝড়ের (Cyclone Sitrang) কারণে আগাম সতর্কতা মূলক ব্যবস্থা নিয়ে হাওড়া-সহ মানিকপুর লঞ্চ ঘাটের ফেরি পরিষেবা বন্ধ (Ferry services stopped) করল জেলা প্রশাসন ।

Howrah administration takes measure for Cyclone Sitrang, ferry services stopped
সিত্রাং মোকাবিলায় সতর্ক হাওড়া প্রশাসন, বন্ধ হল ফেরি পরিষেবা

হাওড়া, 24 অক্টোবর: ঘূর্ণিঝড় সিত্রাং-এর (Cyclone Sitrang) প্রভাবে সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকেই ৷ তার সঙ্গে রয়েছে প্রবল হওয়ার দাপট । তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাধারণ যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হযল হুগলি নদীর জলপথ পরিবহণ সংস্থার ফেরি পরিষেবা (Ferry services stopped)।

সিত্রাং ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্ঘটনা প্রতিহত করতে সোমবার ও মঙ্গলবার দুইদিন লঞ্চ পরিষেবা বন্ধ রাখল প্রশাসন । আজ হাওড়া থেকে বাগবাজার ঘাট ও হাওড়া থেকে আউট্রাম ঘাট লঞ্চ পরিষেবা বন্ধ করে দেওয়া হয় । যার মধ্যে রয়েছে হাওড়া-বাগবাজার, হাওড়া-বিবাদীবাগ, হাওড়া-বাবুঘাট, শিবপুর-বাবুঘাট, বাঁধাঘাট-আহিরীটোলা, নাজিরগঞ্জ-মেটিয়াবুরুজ, গাদিয়াড়া-বজবজের মতো ফেরি পরিষেবা । প্রশাসনের নির্দেশ অনুসারে সোমবার দুপুর বারোটা থেকে আগামী নির্দেশিকা না আসা পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বাতিল করা হয়েছে সমস্ত কর্মচারীদের ছুটি ।

জেটিতে উপস্থিত লঞ্চগুলোকে মোটা দড়ি দিয়ে একটির সঙ্গে অপরটিকে বেঁধে দেওয়া হয়েছে । একইভাবে হাওড়ার সাঁকরাইল মানিকপুরের লঞ্চ পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে । ঝড়ের দাপট অধিক হলে লঞ্চ গুলোকে মাঝ গঙ্গায় নিয়ে যাওয়া হবে বলে সূত্রের খবর । প্রতিটি লঞ্চ ও স্টিমারে দুজন করে কর্মচারী রয়েছেন, যাঁরা ঝড়ের দাপট বেশি হলে লঞ্চ খুলে মাঝ নদীতে নিয়ে যেতে পারবেন ৷ এছাড়াও লঞ্চে রয়েছে লাইফ জ্যাকেট ।

Howrah administration takes measure for Cyclone Sitrang, ferry services stopped
জেটিতে উপস্থিত লঞ্চগুলোকে বেঁধে রাখা হয়েছে

সব মিলিয়ে ঘূর্ণিঝড় মোকাবিলায় জলপথে নিয়ম অনুসারে সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে হাওড়া ফেরি পরিষেবা সংস্থার পক্ষ থেকে । এছাড়াও সাঁকরাইল অঞ্চলের যে সমস্ত ফেরি পরিষেবা আছে, তাও বন্ধ করে দেওয়া হয়েছে । আর এ সবের কারণে স্বাভাবিকভাবে কিছুটা হলেও সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা ।

আরও পড়ুন: সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগ ! মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নবান্নের

আগামিকাল মঙ্গলবার সিত্রাং উপকূলের মাটিতে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে । এর জেরে দক্ষিণবঙ্গের হাওড়া-সহ অন্যান্য জেলাগুলিতে অতিভারী বৃষ্টি ও হাওয়ার দাপট থাকতে পারে বলে জানানো হয়েছে । 80-85 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে । পূর্বভাসে আরও জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড় সুন্দরবন হয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা । উপগ্রহ চিত্র মারফৎ পাওয়া চিত্রে ঝড়ের অভিমুখ বাংলাদেশের অভিমুখেই রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে ।

হাওড়া জেটিতে কর্মরত হুগলি নদী জলপথ পরিবহণ সমিতির কর্মচারী দুলাল ভট্টাচার্য জানান, পুলিশ প্রশাসনের নির্দেশ মেনেই তাঁরা তাঁদের পরিষেবা সম্পূর্ণ বন্ধ রেখেছেন । বাগবাজার, বাবুঘাট, নাজিরগঞ্জ-সহ গোটা পরিষেবাই বন্ধ রয়েছে । পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে । এছাড়াও তাঁদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি ।

এই ঝড় জেলায় প্রবেশের পূর্বেই জলপথ পরিবহণের ক্ষেত্রে কোনওরকম ঝুঁকি না নিয়ে আগাম সতর্কতা নেওয়ার জন্যই সোমবার ও মঙ্গলবার লঞ্চ পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া জেলা প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.