ETV Bharat / state

Anish Khan Murder Case : আনিশের বাড়িতে ভারতের মুসলিম ল বোর্ডের সদস্য সৈয়দ কাসিম রাসূল ইলিয়াস

author img

By

Published : Feb 22, 2022, 4:02 PM IST

AIMPLB Member Syed Qasim Rasool Ilyas Meet With Anish Khan Family
AIMPLB Member Syed Qasim Rasool Ilyas Meet With Anish Khan Family

আনিশ খানের পরিবারের সঙ্গে দেখা করলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য সৈয়দ কাসিম রাসূল ইলিয়াস (AIMPLB Member Syed Qasim Rasool Ilyas Meet With Anish Khan Family ) ৷ তিনি আনিশের মৃত্যুতে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন৷ এমনকি এনআরসি ও সিএএ প্রসঙ্গ টেনে এনেছেন তিনি ৷

আমতা, 22 ফেব্রুয়ারি : আনিশ খানের বাড়িতে গেলেন জেএনইউ’র ছাত্রনেতা উমর খালেদের বাবা তথা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য সৈয়দ কাসিম রাসূল ইলিয়াস (AIMPLB Member Syed Qasim Rasool Ilyas Meet With Anish Khan Family) ৷ সেখানে আনিশের পরিবারের পাশে থাকার কথা বলেছেন তিনি ৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রী যেন আনিশের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন, সেই আবেদন করেন সৈয়দ কাসিম ৷ তবে, তিনি সবচেয়ে বিস্ফোরক মন্তব্য যেটি করেছেন ৷ তা হল, আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে, সরকার রেখে দেওয়ার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সৈয়দ কাসিম ৷ তিনি অভিযোগ করেছেন, আনিশের মৃত্যুর পিছনে বড় চক্রান্ত রয়েছে ৷

সৈয়দ কাসিম রাসূল ইলিয়াস দাবি করেছেন, আনিশের মৃত্যু কোনও ছোট ঘটনা নয় ৷ এর পিছনে বড় চক্রান্ত রয়েছে ৷ তাঁর কথা, এনআরসি ও সিএএ নিয়ে প্রতিবাদে অংশ নেওয়া বহু পড়ুয়াকে উত্তরপ্রদেশ এবং দিল্লিতে এভাবেই মেরে ফেলা হয়েছে ৷ এমনকি অনেকের নামে মিথ্যে মামলা দায়ের করে ফাঁসানো হয়েছে ৷ আর তাই এই হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআই’র হাতে দেওয়ার আবেদন জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দেবেন বলেও জানিয়েছেন সৈয়দ কাসিম (Syed Qasim Rasool Ilyas Demand CBI Investigation for Anish Khan Murder) ৷

আরও পড়ুন : Anish Khan Murder Case : আনিশের বাড়িতে যেতে পারল না সিট, মাঝরাতে কলকাতায় ফিরলেন তদন্তকারীরা

তবে, শুধু সিবিআই তদন্তের আবেদন জানিয়ে তিনি খান্ত থাকবেন না বলে জানিয়েছেন ৷ এ রাজ্যে সৈয়দ কাসিম রাসূল ইলিয়াসের সংগঠন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সদস্যরা আনিশের পরিবারের পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি ৷ এমনকি প্রয়োজনে তিনি ফের আনিশের বাড়িতে যাবেন ৷ সৈয়দ কাসিম এ দিন পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ৷ তাঁর অভিযোগ, পুলিশ প্রথম থেকে যেভাবে বিষটির তদন্ত করছে, তাতে স্পষ্ট এই খুনের পিছনে পুলিশের কোনও না কোনও যোগাযোগ রয়েছে ৷

আরও পড়ুন : Anish Khan Murder Case : আমতা থানার তিন পুলিশকর্মী সাসপেন্ড, আনিশ খান খুনের তদন্তে নয়া মোড়

রাজ্য সরকার যে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে, তার এক্তিয়ার এখনও স্পষ্ট নয় বলেও জানান সৈয়দ কাসিম ৷ আর কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার দুই পুলিশ কর্মী-সহ তিনজনকে সাসপেন্ড করা হয়েছে ৷ কিন্তু, ঠিক কোন কোন ক্ষেত্রে তাঁদের গাফিলতি তা সরকারকে স্পষ্ট করতে হবে বলে দাবি জানান সৈয়দ কাসিম ৷ তাঁর বক্তব্য, গণতন্ত্রে নির্বাচিত সরকারের উচিত আইনের শাসন প্রতিষ্ঠা করা ৷ আর সেটা করতে না পারলে, তেমন সরকার রাখার প্রাসঙ্গিকতা কী ? সেই প্রশ্ন তোলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার নেতা ৷ তিনি মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী যাতে আনিশের বাড়িতে যান, সেই আবেদনও করেন সৈয়দ কাসিম রাসূল ইলিয়াস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.