ETV Bharat / state

Anish Khan Murder Case : আনিশের বাড়িতে যেতে পারল না সিট, মাঝরাতে কলকাতায় ফিরলেন তদন্তকারীরা

author img

By

Published : Feb 22, 2022, 1:21 PM IST

রাজ্য সরকার গঠিত সিটের তদন্তকারীদের খালি হাতে কলকাতায় ফিরতে হল (SIT Could Not Enter Anish Khan Village in Amta) ৷ গ্রামবাসীরা রাত জেগে পাহারা দেওয়ায় আনিশের গ্রামে ঢুকতে পারেনি বিশেষ তদন্তাকারী দল ৷ ফলে কীভাবে আনিশের খুনের (Anish Khan Murder Case) তদন্ত এগোবে ? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ৷

Amta Student Leader Murder case
anish-khan-murder-case-sit-could-not-enter-his-village-in-amta

আমতা, 22 ফেব্রুয়ারি : আনিশ খান মৃত্যু তদন্তে (Anish Khan Murder Case) গঠিত রাজ্য সরকারের তৈরি বিশেষ তদন্তকারী দলকে খালি হাতেই ফিরতে হল ৷ সোমবার সন্ধ্যায় এডিজি সিআইডি মিরাজ খালিদের নেতৃত্বাধীন সিটের আধিকারিকরা আমতা থানায় পৌঁছান ৷ সেখান থেকে গভীর রাতে আনিসের বাড়ি যাওয়ার জন্য বের হন তাঁরা ৷ কিন্তু, মাঝ রাস্তা থেকেই তাঁদের ফের আমতা থানায় ফিরতে হয় (SIT Could Not Enter Anish Khan Village in Amta) ৷ জানা গিয়েছে, গ্রামবাসীরা রাত জেগে পাহারা দিচ্ছিলেন, যাতে পুলিশ গ্রামে ঢুকতে না পারে ৷

শুক্রবার রাতে ছাত্রনেতা আনিশ খানকে খুনের ঘটনায় তদন্তের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশেষ তদন্তাকারী দল গঠন করা হয়েছে ৷ যে দলে রয়েছেন এডিজি সিআইডি মিরাজ খালিদ ৷ তাঁর নেতৃত্বে সোমবার সন্ধ্যায় তদন্তকারী দল আমতা পৌঁছায় ৷ কিন্তু, ঘটনাস্থলে যাওয়া হল না তাঁদের ৷ গ্রামবাসীরা গ্রামে ঢোকার পথ আগলে রাখায় মাঝরাস্তা থেকেই কলকাতায় ফিরতে হল তদন্তকারীদের ৷ এমনকি আনিশের পরিবার রাতে তাঁদের ঘরে তালা দিয়ে রেখেছিল ৷ যাতে কেউ প্রবেশ করতে না পারে ৷

মিরাজ খালিদ ছাড়াও তদন্ত কমিটিতে রয়েছেন ব্যারাকপুর কমিশনারেটের জয়েন্ট সিপি ধ্রুবজ্যোতি দে এবং হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায় ৷ তাঁরা বেশ রাতের দিকে আমতা থানা থেকে বেরিয়েছিলেন আনিশের গ্রামে যাওয়ার জন্য ৷ কিন্তু, গ্রামবাসীরা গ্রামের প্রবেশপথ পাহারা দেওয়ার খবর পেতে গাড়ি ঘুরিয়ে ফের আমতা থানায় চলে যান তদন্তকারীরা ৷ পুলিশ সূত্রে খবর, রাতে জোর করে গ্রামে প্রবেশ করতে চায়নি সিটের আধিকারিকরা ৷ এতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা ছিল ৷ তাই তাঁরা ফিরে আসার সিদ্ধান্ত নেন ৷ আমতা থানায় ফিরে দীর্ঘক্ষণ সিট এবং পুলিশের মধ্যে বৈঠক হয় বলে জানা গিয়েছে ৷ রাত প্রায় 2টো নাগাদ তদন্তকারীরা আমতা থানা থেকে বেরিয়ে কলকাতার ফিরে যান ৷

সোমবার সন্ধ্যায় আনিশের বাড়িতে যেতে গিয়েও ফিরে আসতে হয়েছে তদন্তকারীদের

আরও পড়ুন : Anish Khan Murder Case : 15 দিনের মধ্যে ধরা হবে আনিশ হত্যায় অভিযুক্তদের, জানালেন ডিজি

ইতিমধ্যে আনিশের মোবাইল ফোন বাড়ির ছাদে খুঁজে পেয়েছেন পরিবারের সদস্যরা ৷ কিন্তু, সেটি এখনও পুলিশের বা সিটের হাতে যায়নি ৷ পরিবারকে বারবার বলা হলেও আনিশের ফোন তাঁরা পুলিশের হাতে তুলে দেননি ৷ স্পষ্ট কথায় জানিয়ে দেওয়া হয়েছে, পুলিশকে তাঁরা ফোন হস্তান্তর করবেন না ৷ একমাত্র সিবিআই তদন্ত হলে, তাঁদের হাতেই ফোন তুলে দেওয়া হবে ৷

আরও পড়ুন : Student Leader Anish Khan Death : অবশেষে উদ্ধার আনিশের হারানো মোবাইল, বাড়ির সামনে বসল সিসিটিভি

ইতিমধ্যে, আনিশ খান হত্যাকাণ্ডে কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয়েছে ৷ আদালত সেই মামলাটি গ্রহণ করেছে ৷ এই পরিস্থিতিতে আনিশের পরিবার জানিয়েছে, যদি সিট তদন্ত করে সেক্ষেত্রে তাঁরা মোবাইল ফোন আদালতে জমা দেবেন ৷ কোনও মতেই সিট বা আমতা পুলিশের হাতে তা তুলে দেওয়া হবে না ৷ কিন্তু, প্রশ্ন হল মুখ্যমন্ত্রী 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা করতে বলেছেন ৷ যার মধ্যে একটা দিন ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে ৷ ফলে কীভাবে সিটের আধিকারিকরা গ্রামে প্রবেশ করবেন এবং তদন্ত প্রক্রিয়াই বা কীভাবে এগোবে ? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.