ETV Bharat / state

Youth Electrocuted: পাণ্ডুয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, দেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের

author img

By

Published : Jul 24, 2022, 7:52 PM IST

Youth Electrocuted
Youth Electrocuted

মোবাইল টাওয়ারে আর্থিং-এর তারে শর্টসার্কিটের ফলে যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে পাণ্ডুয়ায় (Allegation from mobile tower Youth Electrocuted in Pandua) ৷ মৃতের নাম রাজু পাত্র (25)।

হুগলি, 24 জুলাই: বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের ৷ ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়ার হরাল দাসপুরের তালারপার গ্রামে । মৃতের নাম রাজু পাত্র (25)। পরিবারের অভিযোগ, মোবাইল টাওয়ার কোম্পানির গাফিলতির কারণেই যুবকের মৃত্যু হয়েছে (Youth Electrocuted in Pandua) ।

শনিবার রাতে সম্ভবত প্রাতঃকৃত্য করতে বাইরে বেরিয়েছিলেন রাজু । তখনই মোবাইল টাওয়ারের আর্থিং-এর তারে হাত দিয়ে ফেলাতেই বিদ্যুৎপৃষ্ঠ হন বলে অভিযোগ । রবিবার সকালে স্থানীয়রা দেহ পরে থাকতে দেখে পাশের ক্লাবে । খবর দেওয়া হয় পাণ্ডুয়া থানায় । পুলিশ এলে দেহ তুলতে বাধা দেন স্থানীয়রা । পরে বিধায়ক অসীম পাত্রের আশ্বাসে বিক্ষোভ ওঠে ।

পাণ্ডুয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

গ্রামবাসীদের অভিযোগ, মোবাইল টাওয়ারের ঠিক মত রক্ষণাবেক্ষণ করা হয় না । মাঝেমধ্যেই শর্টসার্কিট হয়ে থাকে । টাওয়ার সংস্থাকে বললেও হেলদোল নেই । এই অবহেলার জন্যই একটি তরতাজা যুবকের প্রান চলে গেল ।

আরও পড়ুন: পঠন-পাঠনের জন্য পর্যাপ্ত পরিকাঠামো থাকলেও পড়ুয়া নেই 10 স্কুলে

অভিযোগ, এর আগেও একাধিকবার ওই জায়গায় শর্টসার্কিট হয়েছে ৷ পরে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করার ব্যবস্থা করা হয় । আগামিদিনে টাওয়ার কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আরও বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.