Died by Suicide: ছেলের জন্মদিনে আত্মঘাতী তৃণমূলের কার্যকরী সভাপতি

author img

By

Published : Sep 21, 2022, 12:07 PM IST

Updated : Sep 21, 2022, 2:01 PM IST

TMC working president died by suicide in Hooghly

খন্যান স্টেশন রোডে আত্মঘাতী হলেন (Died by Suicide) তৃণমূলের কার্যকরী সভাপতি (TMC Leader) ৷ নাম রাজীব বন্দ্যোপাধ্যায়(35)। ছেলের জন্মদিনেই চরম সিদ্ধান্ত নিলেন তিনি ৷

খন্যান, 21 সেপ্টেম্বর: ছেলের জন্মদিনে নিজের দোকানে আত্মহত্যা করলেন ইটাচুনা খন্যান অঞ্চল তৃণমূলের কার্যকরি সভাপতি (TMC Leader) । নাম রাজীব বন্দ্যোপাধ্যায়(35)। খন্যান স্টেশন রোডে তাঁর বাড়ি ।

জানা গিয়েছে, জিটি রোডের পাশে তাঁর একটি ওষুধের দোকান আছে । সেই দোকানের পিছনে ডাক্তারের চেম্বার থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় রাজীবের । তবে মৃতের কাছ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি । রাজীবের পরিবারের সঙ্গে কথা বলে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছে পুলিশ । স্থানীয়দের প্রাথমিক ধারণা, বাজারে টাকা ধার দিয়েছিল রাজীব । সেই টাকা আদায় করতে না পারায় আত্মহত্যা করেন তিনি (Died by Suicide) ।

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূল ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায়, পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা ও অন্যান্য নেতৃত্বরা । মৃতের দোকানের কর্মচারী বঙ্কিম ঘোষ বলেন, "বিকাল পাঁচটার সময় আমি দোকান খুলে দুজনকে ওষুধ দিই । অন্যদিন বাইক নিয়ে রাজীব এই সময় চলে আসে । কিন্তু এদিন আসেনি ৷ রাজীবকে দেখতে না পেয়ে পাশের দোকানদারকে জিজ্ঞাসা করি । এরপর পিছনের ঘরে গিয়ে দেখি অর্ধেক শাটার খোলা এবং আলো জ্বলছে । ভেতরে ঢুকতেই রাজীবকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই (TMC working president died by suicide in Hooghly) ।"

ছেলের জন্মদিনে আত্মঘাতী তৃণমূলের কার্যকরী সভাপতি

কর্মচারী আরও বলেন, "আমার সঙ্গে বন্ধুর মত মিশত রাজীব ৷ কিন্তু কী কারণে এই ঘটনা বলতে পারব না ।" তৃণমূল কংগ্রেসের পাণ্ডুয়া ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় বলেন, "দীর্ঘদিন ধরে দল করেছে রাজীব । ইটাচুনা খন্যান অঞ্চলের কার্যকরী সভাপতি ছিল । পাশাপাশি ওই এলাকার একটি স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ছিল । বিকাল চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ছিল । একটা শিক্ষিত ছেলে কী কারণে আত্মহত্যা করলেন জানি না ।"

আরও পড়ুন: ফেলে গিয়েছিলেন মা, হাসপাতালে 'খুশি'র মুখে মাছ-ভাত

স্থানীয় বাসিন্দা তৃণমূল কর্মী সুকুরআলি সরকার বলেন, "ওষুধের দোকান চালাতে গিয়ে অনেক ধার দিয়েছিল রাজীব । গ্রামের গরীব মানুষরা এলে ফেরাত না । আসলে রাজনীতি করতে গেলে মানুষের জন্য করতে হয় । অল্প অল্প করে অনেক টাকা ব্যবসায় ঢুকে যায় । সেই টাকা আর আদায় করতে পারছিলেন না বলে অবসাদে ছিলেন ।"

Last Updated :Sep 21, 2022, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.