Kalyan on Babul : বাবুলকে স্বাগত জানালেও নৈতিকতা নিয়ে প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

author img

By

Published : Sep 19, 2021, 1:30 PM IST

ফুটবল ম্যাচ অনুষ্ঠানে খোশমেজাজে তৃণমূল সাংসদ

একদা প্রধানমন্ত্রী মোদির পছন্দের মানুষ বাবুল সুপ্রিয়র রাজনৈতিক অবস্থান বদলাতে থাকে মন্ত্রিত্ব হারানোর পর ৷ রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়ে ফেসবুক পোস্ট করেন জুলাইয়ের শেষে ৷ এর দেড় মাসের মাথায় তৃণমূলে আসা ৷ এই ঘটনা উসকে দিচ্ছে বহু প্রশ্ন ৷

উত্তরপাড়া, 19 সেপ্টেম্বর : সারা ভারতে রাজনীতি, সংবাদমাধ্যম, সাংবিধানিক প্রতিষ্ঠান, কোথাও কোনও 'এথিক্স' (Ethics) নেই ৷ এটি তাঁর নিজস্ব মত হলেও এই বক্তব্যে অনড় থাকলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ উত্তরপাড়ায় একটি ফুটবল খেলার অনুষ্ঠানে যোগ দিতে আসেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নির্মল মাজি ও উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ।

গায়ক-নেতা বাবুল সুপ্রিয়র বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর রাজনীতিতে নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ সেই প্রসঙ্গে নিজের মত দেন আইনজীবী তথা তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এথিক্স আছে কি না, সেটাই ভারতের মানুষের প্রশ্ন উঠেছে ৷ এ নিয়ে মানুষই উত্তর দেবে ৷" তাহলে বাবুল সুপ্রিয় এথিক্স-এর প্রশ্নকেই উসকে দিলেন, এর উত্তর এড়িয়ে গিয়ে তিনি বলেন, "আমি সেটা জানি না ৷ কোনও মন্তব্য করব না ৷"

আরও পড়ুন : Babul Supriyo-Dilip Ghosh : বাবুল সুপ্রিয় পলিটিক্যাল ট্যুরিস্ট, তীব্র কটাক্ষ দিলীপের

তবে বিজেপি সাংসদের এই দল বদলে খুশি তিনি ৷ গায়কের প্রশংসা করে তিনি বলেন, "দল যে ভাবে সিদ্ধান্ত নিয়েছে ৷ বাবুলকে স্বাগত ৷ বাবুল এমনিতে খুব ভাল ছেলে ।" তিনি জানান, সপ্তাহ তিনেক আগে বাবুল সুপ্রিয় তাঁকে ফোন করে রাজ্য সরকারের কাছ থেকে নিরাপত্তা চেয়েছিলেন ৷ তিনি বলেন, "ওর সিআইএসএফ সিকিউরিটি তুলে নিয়েছে । তাই দিদিকে বলে যদি রাজ্য সরকার থেকে সিকিউরিটি দেওয়া যায় । আমি সঙ্গে সঙ্গে দিদির সঙ্গে যোগাযোগ করি ৷ দিদি বোধহয় সেদিন পানাগড়ে ছিলেন । 10-15 মিনিটের মধ্যে ব্যবস্থা করে দেওয়া হয় ।" ভোটের আগে বাবুলের বিরুদ্ধে অনেক কিছু বললেও এখন "আমার কোথাও কিছু বলার নেই" বললেন তৃণমূল সাংসদ ৷

আসন্ন ভবানীপুর উপনির্বাচনে বিজেপির হয়ে বাবুল সুপ্রিয়র প্রচারে নামার কথা শোনা গিয়েছিল ৷ এবার কি সেখানে তাঁকে তৃণমূলের প্রচারে দেখা যাবে ? এ বিষয়টিও দলের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়ে পাশ কাটিয়ে গেলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.