ETV Bharat / state

Fire at BJP Worker House: রাতের অন্ধকারে জ্বলল বিজেপি কর্মীর বাড়ি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

author img

By

Published : Dec 17, 2022, 6:36 PM IST

বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগানোর (Fire at BJP Worker House) অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ আগুনে ভস্মীভূত বাড়ির একাংশ ৷ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

Fire at BJP Worker House
আগুনে ভস্মীভূত বাড়ির একাংশ

বিজেপি কর্মীর বাড়িতে আগুন

শ্রীরামপুর, 17 ডিসেম্বর: বিজেপি কর্মীর বাড়িতে আগুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে (Fire at BJP Worker House) । অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের রাজ্যধরপুর পঞ্চায়েতের সিমলা কালীতলার উত্তর মন্ডল পাড়া এালাকায় ।

জানা গিয়েছে, শুক্রবার রাত 12টা নাগাদ বাড়ির সদস্যরা ঘুমিয়ে পড়ার পর এই ঘটনা ঘটেছে । জমি বিবাদের কারণেই আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ পরিবারের । আগুন দেখে খবর দেওয়া হয় শ্রীরামপুর থানা ও দমকল বিভাগে । দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । তবে বাড়ির একাংশ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে এবং ঘটনায় একটি ঘর পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে । যদিও দুর্ঘটনার সময় ওই ঘরে কেউ ছিল না বলে খবর ।

বিজেপি কর্মী প্রবীর বৈদ্যের অভিযোগ, "জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল । স্থানীয় তৃণমূলের প্রধান ও লোকজন এর সঙ্গে জড়িত । ব্যক্তিগত জমি দখল করার জন্যই এই ঘটনা ঘটানো হচ্ছে।" তৃণমূল নেতা আনসার মল্লিক বলেন, "তৃণমূল হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না । যিনি অভিযোগ করছেন তিনি আগে আমাদের সঙ্গেই থাকত ৷ এখন হয়তো বিজেপি করছে । তাই আমাদের বদনাম করার জন্যই এসব বলছে ।"

আরও পড়ুন: বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি নেতা মনোজ সিং বলেন, "পঞ্চায়েত ভোটের আগে এভাবেই বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে । সময়ে জানতে না পারলে এখানে দ্বিতীয় বগটুইকাণ্ড ঘটে যেত । দমকল এসে পরায় কেউ হতাহত হয়নি । এইভাবে ভয় দেখিয়ে আগুন জ্বলিয়ে কিছু করা যাবে না । মানুষ এর জবাব দেবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.