ETV Bharat / state

করোনাবিধি শিথিল হতেই ভক্তদের জন্য ফের খোলা হল তারকেশ্বর মন্দির

author img

By

Published : Jun 2, 2021, 4:50 PM IST

9 মে তারকেশ্বর মন্দির চত্বরে করোনা আক্রান্তের হদিশ মেলায় বন্ধ করে দেওয়া হয় মন্দির ৷ পরে আজ থেকে রাজ্যের করোনা বিধিনিষেধের কথা মাথায় রেখে সামাজিক দুরত্ববিধি মেনেই ভক্তদের ফের মন্দিরে প্রবেশের অনুমতি দিল তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ ৷

তারকেশ্বর মন্দির
তারকেশ্বর মন্দির

তারকেশ্বর, 2 জুন : করোনা আবহে সমস্ত বিধি মেনেই খোলা হল তারকেশ্বর মন্দির ৷ বৃহস্পতিবার থেকে প্রতিদিন খোলা থাকবে মন্দির ৷ সকাল 7 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত মন্দিরে পুজো দিতে পারবেন ভক্তরা ৷ তবে মন্দিরের গর্ভগৃহে ভক্তরা প্রবেশ করতে পারবেন না ৷

করোনার দ্বিতীয় ঢেউ চাগাড় গিয়ে উঠতে জনস্বার্থে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় কালীঘাট, আদ্যাপীঠ , দক্ষিণেশ্বর মন্দির ৷ অন্যদিকে 9 মে তারকেশ্বর মন্দির চত্বরে করোনা আক্রান্তের হদিশ মেলায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় মন্দির ৷ পাশাপাশি 10 এপ্রিল থেকে মন্দিরের গর্ভগৃহ বন্ধই ছিল ৷ পরবর্তীতে রাজ্য সরকার পয়লা মে থেকে রাজ্যে কড়া বিধিনিষেধ লাগু করে ৷ এখন রাজ্যে সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখীও বটে ৷ বেশ কিছুক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছে ৷ তাই পরিস্থিতি বিচার করে ফের ভক্তদের জন্য মন্দির খোলার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷

মন্দির খোলার ব্যাপারে কী বললেন তারকেশ্বর স্টেটের মহন্ত মহারাজ দন্ডীস্বামী সুরেশ্বর আশ্রম ?

মন্দির কর্তৃপক্ষের তরফে আজ মন্দির চত্বরে মাইকিং করা হয় ৷ বলা হয় , মন্দিরের এক ও দুই নম্বর গেট দিয়ে ভক্তরা প্রবেশ করতে পারবেন । কোভিড বিধি মেনে চোঁয়ার মাধ্যমে জল ঢালতে হবে ভক্তদের ৷ এবিষয়ে তারকেশ্বর স্টেটের মহন্ত মহারাজ দন্ডীস্বামী সুরেশ্বর আশ্রম বলেন, "রাজ্যে করোনা সংক্রমণ কমায় মন্দির খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এমনকি মন্দির চত্বরে যে সমস্ত দোকান আছে সেগুলিকেও মন্দির খোলার সময়ের মধ্যে বসতে হবে ৷ আগামী দিনে করোনা সংক্রমণ কমলে সরকার যে ভাবে নির্দেশ দেবে সেই অনুযায়ী মন্দির খোলার কথা ভাবা হবে ।"

আরও পড়ুন : অবসরের পর সরকারি কর্মচারীদের মত প্রকাশে রাশ টানতে কেন্দ্রের নয়া নির্দেশিকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.