ETV Bharat / state

Singur Swimming Club Story: পরিকাঠামোর অভাবে ধুঁকছে জাতীয় স্তরের সাঁতারু দেওয়া সিঙ্গুরের একমাত্র সুইমিং ক্লাব

author img

By

Published : May 13, 2022, 6:06 PM IST

Swimmers struggle Due to Lack of Infrastructure in only Swimming Club of Singur
Swimmers struggle Due to Lack of Infrastructure in only Swimming Club of Singur

পরিকাঠামোর অভাবে ধুঁকছে জাতীয় স্তরের অসংখ্যক সাঁতারুর জন্ম দেওয়া সিঙ্গুরের একমাত্র সুইমিং ক্লাব (Swimmers struggle Due to Lack of Infrastructure in only Swimming Club of Singur) ৷ গোপালনগর সুইমিং ইনস্টিটিউটে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয় পুকুরে ৷ যেখানে সাঁতার শেখানোর সময় নানান প্রতিকূলতার সম্মুখীন হতে হয় প্রশিক্ষকদের ৷ সবার দাবি, সরকার এই পুকুরকে উন্নতমানের সুইমিং পুলে পরিণত করুক ৷

সিঙ্গুর, 13 মে : শিল্প অনেক বছর আগেই বিদায় নিয়েছে সিঙ্গুর থেকে ৷ কিন্তু, সাঁতারে দেশ-বিদেশ থেকে সম্মান জিতেছে সিঙ্গুরের ছেলে-মেয়েরা ৷ তবে, পরিকাঠামোর অভাবে সেটাও নষ্ট হতে বসেছে ৷ এমনই বেহাল অবস্থা হুগলির সিঙ্গুরের গোপালনগর সুইমিং ইনস্টিটিউটের (Swimmers struggle Due to Lack of Infrastructure in only Swimming Club of Singur) ৷ তাই ইনস্টিটিউটকে বাঁচাতে সরকারের দ্বারস্থ হয়েছিলেন ক্লাবকর্তা এবং অভিভাবকরা ৷ কিন্তু, তাতেও কোনও ফল হয়নি বলেই অভিযোগ তাঁদের ৷

পুকুরে সাঁতার শিখে একাধিক জাতীয় আন্তর্জাতিক পুরস্কার এনেছে সিঙ্গুরের ছেলে-মেয়েরা ৷ কিন্তু, উন্নত পরিকাঠামোর অভাবে সমস্যা মুখে সেই সকল এবং আগামী প্রজন্মের সাঁতারুরা ৷ স্থানীয় প্রশাসন ও বিধায়ককে বলেও কোন উন্নতি হয়নি সিঙ্গুরের গোপালনগর সুইমিং ইনস্টিটিউটের ৷ নেই উন্নতমানের সুইমিং পুল, ড্রেসিংরুম ও বাথরুম ৷ এমনকি ইনস্টিটিউটে যাওয়ার ভাল রাস্তা পর্যন্ত নেই বলে অভিযোগ ৷

সিঙ্গুর ও হরিপাল ব্লকের একমাত্র সুইমিং ক্লাব গোপালনগর সুইমিং ইনস্টিটিউট ৷ বহু সাঁতারু এই ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়ে রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করেছে ৷ যে সিঙ্গুরে কৃষক আন্দোলন হয়েছিল, সেই সিঙ্গুরে সাঁতারে একাধিক প্রতিভা থাকা সত্ত্বেও পরিকাঠামোর কোনও উন্নতি নেই ৷ টানা 32 বছর ধরে এই সমস্যায় ভুগছেন সাঁতারুরা ৷ যদিও, 2012 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 লক্ষ টাকা অনুমোদন করেছিলেন গোপালনগর সুইমিং ইনস্টিটিউটের পরিকাঠামো উন্নয়নের জন্য ৷ কিন্তু, তাতে সমস্যার সমাধান হয়নি ৷ সুইমিং ক্লাবের পক্ষ থেকে টাকা তুলে এক দিকে প্লাটফর্ম এর ব্যবস্থা করলেও, পুকুরের বাকি দিক অবহেলায় পড়ে আছে ৷

সিঙ্গুরের গোপালনগরের বোসপুকুরে 1989 সালে প্রতিষ্টিত হয় এই সুইমিং ইনস্টিটিউট ৷ একটি পুকুরে সাঁতার শেখানো শুরু হয়েছিল ৷ 32 বছর পার হয়ে গেলেও পুকুরটিকে সংস্কার করে বড় সুইমিং পুলে রূপান্তর করা যায়নি ৷ বাঁশের গার্ড দিয়ে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয় ছেলে মেয়েদের ৷ পুকুর হওয়ার কারণে বড়সড় দুর্ঘটনার সম্ভবনা থেকেই যায় ৷ তাতে প্রশিক্ষকদের খুবই সাবধানতা অবলম্বন করতে হয় ৷ ঝুঁকির মধ্যেও সাঁতার শেখানো হয় ওই পুকুরে ৷ সুইমিং ক্লাবে যাওয়ার রাস্তা ধান জমির আল ৷ এমনকি অন্ধকারে কোন আলোর ব্যবস্থা নেই ৷

সাঁতারু, অভিভাবক ও প্রশিক্ষক সকলেরই দাবি অবিলম্বে সাঁতারের উপযুক্ত পরিকাঠামো তৈরি করে দিক প্রশাসন ৷ তবে, সিঙ্গুর পঞ্চায়েত সমিতির তরফে অবশ্য জানা গিয়েছে, ব্যক্তিগত পুকুর হওয়ায় সমস্যা রয়েছে ৷ ক্লাব কর্তৃপক্ষ দায়িত্ব নিলে নতুন করে সুইমিং পুলের পরিকাঠামো তৈরি চিন্তাভাবনা অবশ্যই হবে ৷

জাতীয় স্তরে অসংখ্যক সাঁতারুর জন্ম দিয়েছে সিঙ্গুরের এই সুইমিং ক্লাব

আরও পড়ুন : International School Games 2022 : প্রতিবন্ধকতাকে জয় করে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে অংশ নিতে ফ্রান্সে পাড়ি চুঁচুড়ার জয়িতার

এক অভিভাবক কেকা সামন্ত জানান, ‘‘বেঙ্গালুরুতে যে পরিকাঠামোর দেখে এসেছি ৷ তার এখানে কিছুই নেই ৷ ভাল ক্রুজ কোচেরও প্রয়োজন আছে ৷ সিঙ্গুরে আর কোন সুইমিং ক্লাবও নেই ৷ এখানে কোচদের নিজেদের উদ্যোগেই যেটুকু হচ্ছে ৷’’ পুনেতে জাতীয় স্তরে যোগ দিয়েছিলেন সাগর মাঝি ৷ তাঁর মতে, ‘‘গোপালনগর সুইমিং ইনস্টিটিউটে আসার জন্য ভাল রাস্তা ও আলোর ব্যবস্থা নেই ৷ বাইরে যেখানে আমরা খেলতে যাই, সেখানে সব জায়গাতেই সাঁতারের জন্য ভাল প্ল্যাটফর্ম রয়েছে ৷ আমাদের এখানে সেরকমভাবে কিছুই নেই ৷’’

আন্তর্জাতিক স্তরে অংশ নেওয়া সাঁতারু সোমনাথ ধাড়া জানান, ‘‘এই ক্লাব থেকে 17-18 জন জাতীয় স্তরে খেলেছে । চারজন আন্তর্জাতিক স্তরে খেলেছে ৷ অথচ অন্যান্য জায়গার থেকে আমাদের সুইমিং পুলের অবস্থা খুবই খারাপ ৷ পুকুরের মধ্যেই প্রস্তুতি নিতে হয় ৷ দীর্ঘদিন ধরেই ভাল রাস্তাঘাট, আলো, ড্রেসিংরুম কোনও কিছুই নেই ৷ এইখানে পুকুরের একদিকে যে প্লাটফর্ম তৈরি করা হয়েছে, সেটা লোকের কাছে চেয়েচিন্তে ৷ একবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’লক্ষ টাকা দিয়েছিলেন ৷ সাংসদ, বিধায়ক, বিডিও ও পঞ্চায়েত প্রধানকে বলেও কোনও লাভ হয়নি ৷ সাঁতারে বাংলা ও দেশে সিঙ্গুরের নাম আছে ৷ সেটা বজায় রাখতে গেলে এই সুইমিং ইনস্টিটিউটের উন্নতি করতে হবে ৷’’

আরও পড়ুন : Egypt Gymnastic World Cup : জিমন্যাস্টিক বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার প্রতিষ্ঠা

এই ইনস্টিটিউটের সম্পাদক আলোক বাগ বলেন, ‘‘আগে এই পুকুর থেকে বিদেশে গিয়ে সাঁতারে রেকর্ড তৈরি করেছিল । আমাদের এখানে পাকা রাস্তা ও পুকুরকে সংস্কার করে সুইমিং পুল করার ব্যবস্থা করুক সরকার । সিঙ্গুর থেকে শিল্প গেছে ৷ যাতে সাঁতারে নাম হয়, তার পরিকাঠামো তৈরি করা হোক ৷’’

সিঙ্গুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দুধকুমার ধাড়া বলেন, 4-5 বছর আগে এই সুইমিং পুল করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। আগে এই পুকুরের অনেকটা অংশ কেনা সম্ভব হয়নি ক্লাবের পক্ষে ৷ তবে, বর্তমানে মালিকপক্ষের সঙ্গে অনেকটাই কথা এগিয়েছে । এখান থেকে আন্তর্জাতিক স্তরে খেলেছে এটা সিঙ্গুরের গর্বের ব্যাপার । এটা নিয়ে সিঙ্গুর ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের তরফে আমরা জানাব ৷ এই সুইমিং পুল যাতে সুন্দরভাবে করা যায়, তার জন্য আমরা উদ্যোগ নেব ৷ কেজরি গ্রামপঞ্চায়েতে এই রাস্তা তৈরি করব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.