ETV Bharat / sports

Egypt Gymnastic World Cup : জিমন্যাস্টিক বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার প্রতিষ্ঠা

author img

By

Published : Mar 13, 2022, 4:51 PM IST

জিমন্যাস্টিক বিশ্বকাপে 6 সদস্যের ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার প্রতিষ্ঠা সামন্ত (Gymnast Protistha Samanta Selected for in Egypt Gymnastic World Cup) ৷ আগামী সোমবার ভারতীয় প্রতিযোগীরা ইজিপ্ট উড়ে যাবেন ৷ আগামী 17 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রতিষ্ঠা সামন্ত ৷

Gymnast Protistha Samanta Selected for in Egypt Gymnastic World Cup
Gymnast Protistha Samanta Selected for in Egypt Gymnastic World Cup

কলকাতা, 13 মার্চ : জিমন্যাস্টিক বিশ্বকাপে ভারতের 6 সদস্যের দলে জায়গা করে নিলেন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা সামন্ত (Gymnast Protistha Samanta Selected for in Egypt Gymnastic World Cup ) ৷ ইজিপ্ট এবং আজারবাইজানে আয়োজিত এই জিমন্যাস্টিক বিশ্বকাপ প্রতিযোগিতায় তিনি ভারতের হয়ে অংশ নেবেন ৷ 18 বছরের প্রতিষ্ঠা সামন্ত 2019 সালে পুনেতে আয়োজিত খেলো ইন্ডিয়া যুব প্রতিযোগিতায় অনুর্ধ্ব-17 অলরাউন্ড জিমন্যাস্টিকসে সোনার পদক জিতেছিলেন ৷

এ বার কায়রো, ইজিপ্টে আগামী 17 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রতিষ্ঠা সামন্ত ৷ তিনি বাকু বিশ্বকাপেও অংশ নেবেন ৷ যে টুর্নামেন্ট শুরু হবে আগামী 29 মার্চ থেকে, চলবে 1 এপ্রিল পর্যন্ত ৷ প্রতিষ্ঠা ত্রিপুরায় জিমন্যাস্ট কোচ বিশ্বেশ্বর নন্দীর কাছে ট্রেনিং নিয়েছেন ৷ গত তিনবছরে অলিম্পিয়ান দীপা কর্মকারের উত্থানের পিছনে যাঁর অবদান সবচেয়ে বেশি ছিল ৷ আর এই মুহূর্তে বিশ্বেশ্বর নন্দীর কড়া নজরদারিতে দিল্লিতে ট্রেনিং করছেন প্রতিষ্ঠা সামন্ত ৷

আরও পড়ুন : German Open Super 300 : বিশ্বের 1 নম্বর-কে হারিয়ে জার্মান ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে লক্ষ্য সেন

বিশ্বেশ্বর নন্দী সংবাদ সংস্থা পিটিআই’কে জানিয়েছেন, ‘‘বিশ্বের মঞ্চে প্রতিষ্ঠা নিজের প্রতিভা দেখাবেন, এটা সবচেয়ে ভাল খবর ৷ তিনি দু’টি প্রতিযোগিতায় অংশ নেবেন ৷ একটি হল বোল্টিং টেবল এবং ব্যালান্সিং বিম ৷ এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়, সুযোগ বৃদ্ধির জন্য ৷ আশা করছি ও এই প্রতিযোগিতায় পদক আনতে পারবে ৷’’ এ বার ইজিপ্টে জিমন্যাস্টিক বিশ্বকাপে অন্তত 45-50টি দেশ অংশ নেবে ৷ সোমবার ভারতীয় প্রতিযোগীরা কায়রোর উদ্দেশ্য রওনা দেবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.