ETV Bharat / state

ড্রোনে নজরদারি, লকডাউন ভাঙায় 15 জনকে আটক পুলিশের

author img

By

Published : Apr 22, 2020, 5:39 PM IST

তারকেশ্বরের বিভিন্ন এলাকায় ড্রোন উড়িয়ে দেখা হচ্ছে জমায়েতের ছবি । ক্যামেরায় জমায়েতের ছবি ধরা পড়লেই হাজির হচ্ছেন পুলিশ কর্মীরা । অযথা ঘোরাঘুরি করলেই খুলে দেওয়া হচ্ছে সাইকেল বা বাইকের চাকার হওয়া । কোথাও আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়ি ৷ না হলে করা হচ্ছে আটক ৷

ড্রোন ক্যামেরায় নজরদারি
ড্রোন ক্যামেরায় নজরদারি

তারকেশ্বর, 22 এপ্রিল : লকডাউনে এবার কড়া পদক্ষেপ পুলিশের । ড্রোন উড়িয়ে নজরদারি চালাচ্ছে বিভিন্ন জায়গার পুলিশ । বিনা কারণে ঘোরাঘুরি করলেই আটক করা হচ্ছে মানুষকে । একইভাবে ড্রোন ক্যামেরায় নজরদারি চালিয়ে লকডাউন না মানায় 15জনকে আটক করল তারকেশ্বর থানার পুলিশ ।

আগামী দিনেও এই নজরদারি চলতে থাকবে । লকডাউন না মানলেই আটক বা গ্রেপ্তার করা হবে । দ্বিতীয় দফায় লকডাউনে তারকেশ্বরের ছবিটা ছিল অন্য রকম ৷ যত্রতত্র জমায়েত, সবজি বাজারগুলিতে সামাজিক দূরত্ব না মেনেই ভিড় বাড়ানো । প্রশাসনের পক্ষ থেকে বার বার সচেতনতামূলক প্রচার থেকে পুলিশি টহল সবই চলছে ৷ কিন্তু সাধারণ মানুষের তাতে কোনও ভ্রুক্ষেপ নেই । তাই এবার আরও কড়া হতে দেখা গেল তারকেশ্বর থানার পুলিশকে ৷ আজ সকাল থেকে ড্রোন উড়িয়ে জমায়েত দেখলেই জমায়েত হটাচ্ছে পুলিশ । অযথা ঘোরাঘুরি করলে হয় বাড়ি পাঠানো হচ্ছে, না হয় আটক করা হচ্ছে মানুষকে ।

খুলে দেওয়া হচ্ছে বাইকের চাকার হাওয়া
খুলে দেওয়া হচ্ছে বাইকের চাকার হাওয়া

আগেও একাধিকবার কড়া ভূমিকায় দেখা গেছে পুলিশ কর্মীদের । ক্লাবে আড্ডা দিলেই কান ধরে ওঠবোস থেকে বাইক এবং সাইকেলের চাকার হওয়াও খুলে দিতেও দেখে গেছে । আজ ফের একই ভূমিকায় দেখা গেল পুলিশকে ৷ তারকেশ্বরের বিভিন্ন এলাকায় ড্রোন উড়িয়ে দেখা হচ্ছে জমায়েতের ছবি । ক্যামেরায় জমায়েতের ছবি ধরা পড়লেই হাজির হচ্ছেন পুলিশ কর্মীরা । অযথা ঘোরাঘুরি করলেই খুলে দেওয়া হচ্ছে সাইকেল বা বাইকের চাকার হওয়া ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.