ETV Bharat / state

বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে GT রোড অবরোধ উত্তরপাড়া ও চন্দননগরে

author img

By

Published : May 22, 2020, 6:45 PM IST

demanding electricity and water
হুগলি

আমফানের দাপটে বিদ্যুৎহীন এলাকা । নেই পানীয় জল। তাই দফায় দফায় GT রোড অবরোধ করা হল উত্তরপাড়া ও চন্দননগরে।

হুগলি, 22 মে: জল ও বিদ্যুতের দাবিতে সকাল থেকে দফায় দফায় GT রোড অবরোধ করলেন একাধিক এলাকার বাসিন্দারা । উত্তরপাড়ায় কোতরংয়ের কাছে GT রোডে অবরোধ করেন সেখানকার বাসিন্দারা । এদিকে চন্দননগর কোর্ট মোড়ের কাছে GT রোডে একই দাবিতে বিক্ষোভ দেখান বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দা । পরে উত্তরপাড়া ও চন্দননগর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

আমফানের জেরে বিদ্যুৎহীন এলাকা । নেই ইন্টারনেট পরিষেবা। জেলার একাধিক পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে । এই অবস্থায় আজ কোন্নগর পৌরসভা এলাকার একাধিক ওয়ার্ডে রাস্তা অবরোধ করেন বাসিন্দারা । পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের সঙ্গে বচসা হয় । বাসিন্দাদের অভিযোগ, 48 ঘণ্টা কেটে গেলেও জল ও বিদ্যুৎ নেই । অন্যদিকে একই দাবিতে উত্তরপাড়ায় কোতরংয়ের কাছে GT রোডে অবরোধ করেন সেখানকার বাসিন্দারা । চন্দননগর কোর্ট মোড়ের কাছেও GT রোড অবরোধ করা হয়।

চন্দননগরের সুখসনাতনতলা, লালবাগান, নন্দন ঘোষ লেন, মাখন চ্যাটার্জি লেন সহ 13 14 ও 15 নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগ নেই গত তিনদিন ধরে। তার জেরেই আজ বিক্ষোভ দেখান বাসিন্দারা। রাস্তায় সাইকেল, মোটর সাইকেল রেখে চন্দননগর 2 নম্বর ইলেকট্রিক সাপ্লাই অফিসের সামনেও অবরোধ করা হয়। অভিযোগ, পরিস্থিতির কথা বিদ্যুৎ দপ্তরকে জানালেও কোনও লাভ হযনি । তাই রাস্তা অবরোধ করেছেন তাঁরা।

শুক্রবার প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই অবরোধ। পরে চন্দননগর থানার পুলিশ এসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তোলেন বিক্ষোভকারীরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.