ETV Bharat / state

Acid Attack Victims: পাশে থাকার বার্তা, অ্যাসিড আক্রান্তদের সম্মান জানাতে র‍্যাম্প শো বাইকার সংগঠনের

author img

By

Published : Jan 16, 2023, 8:45 PM IST

Etv Bharat
অ্যাসিড আক্রান্তদের সম্মান জানাতে র‍্যাম্প শো

অ্যাসিড আক্রান্তদের পাশে থাকার বার্তা দিতে এবার তাঁদের নিয়ে ব়্যাম্প ওয়াক-সহ নানাবিধ অনুষ্ঠান করল এক বাইকার সংগঠন (Message for Acid Victim)৷

অ্যাসিড আক্রান্তদের সম্মান জানাতে র‍্যাম্প শো বাইকার সংঠনের

হুগলি, 16 জানুয়ারি: অ্যাসিড আক্রান্তদের সমাজে মূল ধারায় ফিরিয়ে আনতে নয়া উদ্যোগ নিল মোটো ভিশন নামে হুগলির এক বাইকার সংগঠন । রবিবার হুগলির একটি ওয়াটার পার্কে 'ভিরা' নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে সেই অ্যাসিড আক্রান্তদের নিয়ে ব়্যাম্প শো করল এই সংগঠন (Ramp Show of Acid Victims)৷ সঙ্গে ছিল বিভিন্ন অনুষ্ঠান ৷ সব মিলিয়ে তাঁদের সঙ্গে একটা পুরো দিন কাটালেন সংস্থার সদস্যরা ৷

বিভিন্ন জেলা থেকে মোট সাতজন প্রতিযোগী যোগ দিয়েছিলেন এখানে ৷ আক্রান্তরা তাঁদের জীবনের এই দুর্ঘটনার পরবর্তী নানা অভিজ্ঞতার কথা ভাগ করে নেন সবার সঙ্গে ৷ স্টেজে উঠে শোনান সেসব কথা ৷ তবে শুধু আলাপচারিতাই নয় । আগামিদিনে মেয়েরা যাতে সতর্ক থাকে । আক্রান্ত হলে লড়াই করার শক্তি কীভাবে পাবে সে কথাও এই আলোচনায় উঠে আসে (Programme with Acid Victims)।

আরও পড়ুন : সন্দেহের জের, স্ত্রী'র মুখে অ্যাসিড ঢেলে রাস্তায় ফেলে দিয়ে গেল স্বামী

অ্যাসিড আক্রান্তরা এদিন র‍্যাম্পে হাঁটেন । তাঁরা জানান, এখনও প্রতি মুহূর্তে সংগ্রাম করে বাঁচতে হয় ৷ ট্রেনে বাসে পাশে কেউ বসতে চায় না । অনেকে বলে মুখ ঢেকে রাখতে না হলে বাচ্চারা ভয় পায় । এসব খুব খারাপ লাগত এক সময় । তবে এখন আর ভাবি না । বাইকার সংগঠন এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তাতে আমরা খুশি ৷ অন্তত কিছু মানুষ তো আমাদের পাশে আছে । এটা ভেবে ভালো লাগে ৷

এই বিষয়ে বাইকার সংগঠন মোটো ভিশনের সদস্য সাগ্নিক রায়চৌধুরী বলেন, "মহিলাদের উপর অ্যাসিড হামলা একটা ভয়ংকর অপরাধ । যারা করে তারা জানেও না একজন মহিলা এরপর কতটা কষ্টে বেঁচে থাকেন । 85 শতাংশ ঘটনা বাইক আরোহী ছেলেরা করে ৷ তবে যারা এটা করে তারা বাইকার নয় ৷ আমরা সেইসব অপরাধীদের একটা বার্তা দিতে চাই যে আমরা বাইকাররা তাঁদের পাশে আছি । আজকে একটা গোটা দিন তাদের জন্য আমরা রেখেছি । যেখানে র‍্যাম্প ওয়াক, টক-শো, ব্যান্ডের গান এবং খাওয়া-দাওয়ার আয়োজন করা হয় ।"

আরও পড়ুন : 'ভয় পেতাম কেউ আমাকেও অ্যাসিড ছুঁড়বে', দিদির দুর্বিসহ অধ্যায় স্মরণ করলেন কঙ্গনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.