ETV Bharat / state

Agnipath Scheme Protest: অগ্নিপথ ইস্যুতে শ্রীরামপুরে রেল অবরোধ, মোদি সরকারকে তোপ কল্যাণের

author img

By

Published : Jun 19, 2022, 2:07 PM IST

Rail blocked in Serampore due to Agnipath Scheme Protest
Agnipath Scheme Protest

অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে (Agnipath Scheme Protest) শ্রীরামপুরে যুবকরা রেল অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করল (Rail blocked in Serampore) । পরে রেল পুলিশের অনুরোধে অবরোধ উঠে যায় । এই নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন শ্রীরামপুরের সাংসদ তৃণমূলের কল্য়াণ বন্দ্যোপাধ্যায় ৷

শ্রীরামপুর,19 জুন: অগ্নিপথ ইস্যুতে মোদি সরকারের সমালোচনায় এবার সরব হলেন শ্রীরামপুরের সাংসদ তৃণমূলের কল্য়াণ বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলের এই সাংসদের দাবি, যুবকদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে মোদি সরকার ৷ রবিবার তিনি যখন এই মন্তব্য করছেন, তখন তাঁর সংসদীয় এলাকাই উত্তপ্ত হয়েছে অগ্নিপথ ইস্যুতে (Agnipath Scheme Protest) ৷ এদিন রবিবার শ্রীরামপুরে রেল স্টেশন সংলগ্ন রেল গেটে অবরোধ বিক্ষোভ হয় Rail blocked in Serampore) । প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয় । রেল লাইনের উপরেই বিক্ষোভ ও কুশপুতুল দাহ করা হয় । এই প্রকল্প বন্ধের দাবিতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা । পরে রেল পুলিশের অনুরোধে অবরোধ উঠে যায় ।

Rail blocked in Serampore due to Agnipath Scheme Protest
এই প্রকল্প বন্ধের দাবিতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা

এক আন্দোলনকারী দীপক সিং বলেন, "কেন্দ্র সরকারের কালা কানুনের বিরোধ করছি আমরা । বিহার, উত্তরপ্রদেশে যেভাবে অগ্নিপথ নিয়ে আন্দোলন হচ্ছে, এখানেও শুরু হবে আগামিদিনে । কেন্দ্রীয় সরকার যদি আমাদের কথা না শোনে তাহলে রেল অবরোধ হবে । বাংলা থেকে একটাও ট্রেন উত্তরপ্রদেশ, দিল্লি যাবে না । এর পরে আমার দিল্লি ঘেরাও করব । দেশের জন্য দেশের সেনাবাহিনী সঙ্গে কোনও সমঝোতা হওয়া উচিত নয় । সেনাবাহিনী নিয়ে মোদিজি যা করছেন, তা আগামী লোকসভায় বুঝতে পারবেন ।"

Rail blocked in Serampore due to Agnipath Scheme Protest
রেল লাইনের উপরেই কুশপুতুল দাহ

এবিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "নরেন্দ্র মোদি যে সমস্ত নীতিগুলো নিচ্ছে । যাঁরা যুবক, তাঁদের ভবিষ্যত নষ্ট করে দিচ্ছে । চার বছরের চাকরি দেবে, এটা কোনও কথা হল ? তাহলে যুবকদের ভবিষ্যত কী ? চার বছরেই চাকরি জীবন শেষ । সারা দেশে হিংসা ছড়াচ্ছে, সেটা ঠিক নয় । কেন্দ্র যা নীতি নেয়, তাতে মানুষের কোনও ভালো হয় না । নরেন্দ্র মোদি যখন থেকে সরকারে এসেছে, তখন থেকে অসন্তোষের বাতাবরণ তৈরি হয়েছে । বিজেপি নেতা-নেত্রীদের উত্তেজিত অনেক কথা বার্তা বলছেন । মানুষ ধৈর্য্য চ্যুতি ঘটেছে । ধ্বংসাত্মক আন্দোলনে কিছু পাওয়া যায়, সেটাও আমি মানি না ।"

শ্রীরামপুরে রেল অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি

আরও পড়ুন: Agnipath Scheme protest: ব্যারাকপুরে অগ্নিপথ বিক্ষোভে ব্যাহত ট্রেন চলাচল, লাঠিচার্জ পুলিশের

উল্লেখ্য, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ প্রকল্পের সূচনা করেছিলেন । প্রকল্পের অধীনে সাড়ে 17 থেকে 21 বছরের তরুণ-তরুণীদের চার বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগ করা হবে । প্রায় 45 হাজার তরুণ-তরুণীকে নেওয়া হবে অগ্নিপথ প্রকল্পে । কিন্তু বিক্ষোভকারীদের দাবি, এই প্রকস্পের মাধ্যমে বেকার যুবকদের নিয়ে খেলা চলছে ৷ এই প্রকল্প প্রত্যাহার করতে হবে (Rail blocked in Serampore due to Agnipath Scheme Protest) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.