ETV Bharat / state

Agnipath Scheme protest: ব্যারাকপুরে অগ্নিপথ বিক্ষোভে ব্যাহত ট্রেন চলাচল, লাঠিচার্জ পুলিশের

author img

By

Published : Jun 18, 2022, 11:28 AM IST

Updated : Jun 18, 2022, 12:39 PM IST

ব্যারাকপুরে অগ্নিপথ বিক্ষোভে ব্যাহত হল ট্রেন চলাচল (Agnipath Scheme protest)৷ সকাল থেকে প্রায় দেড় ঘণ্টা রেল অবরোধ চলে ৷ লাঠিচার্জ করতে হয় পুলিশকে (Rail Blocked at Barrackpore)৷

Agnipath Scheme protest: Rail Blocked at Barrackpore station, rail service disrupted
ব্যারাকপুরে অগ্নিপথ বিক্ষোভে ব্যাহত ট্রেন চলাচল, লাঠিচার্জ পুলিশের

ব্যারাকপুর, 18 জুন: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভ অব্যাহত রাজ্যে (Agnipath Scheme protest)৷ আজ সকাল থেকে ব্যারাকপুর স্টেশনে চলে রেল অবরোধ ৷ রেললাইনে পুশ-আপ দিতে থাকেন বিক্ষোভকারীরা ৷ শুরু হয় তুমুল হই-হট্টগোল (Rail Blocked at Barrackpore)৷ এর ফলে অফিস টাইমে দাঁড়িয়ে পড়ে আপ ও ডাউন লাইনের বেশ কয়েকটি ট্রেন ৷ ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা ৷ পরে পুলিশের বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে (rail service disrupted)৷

অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে আজ সকাল 9টা থেকে ব্যারাকপুর স্টেশনে শুরু হয় তুমুল বিক্ষোভ ৷ ব্যারাকপুর স্টেশন সংলগ্ন 14 নম্বর রেলগেটে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা ৷ রেললাইনের উপরেই তাঁরা পুশ-আপ দিতে থাকেন ৷ তাঁদের দাবি, অবিলম্বে প্রত্যাহার করতে হবে অগ্নিপথ প্রকল্প ৷

আরও পড়ুন: MHA on Agniveers : অগ্নিপথ বিক্ষোভের মাঝেই অগ্নিবীরদের জন্য নতুন ঘোষণা কেন্দ্রের

ব্যস্ত সময়ে ট্রেন আটকে পড়ায় ক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা ৷ তাঁদের সঙ্গে বিক্ষোভকারীদের বাগ-বিতণ্ডা শুরু হয়ে যায় ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী ৷ অবরোধকারীদের সরাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় ৷ এ ভাবে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ চলার পর অবরোধ ওঠে ৷ ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল ৷

Last Updated : Jun 18, 2022, 12:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.