ETV Bharat / state

'মমতা তুমি কত টাকায় বিক্রি হও', অভিজিতের মন্তব্যে কমিশনের দ্বারস্থ তৃণমূল - LOK SABHA ELECTION 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 8:50 PM IST

Former Justice Abhijit Ganguly Lands in Fresh controversy: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে আবারও শিরোনামে অভিজিৎ। পালটা তাঁকে আক্রমণের সিদ্ধান্ত নিয়েছে শাসক শিবির । পাশাপাশি তাঁর বিরুদ্ধে কমিশনেও নালিশ করা হবে বলে জানা গিয়েছে।

Former Justice Abhijit Ganguly Lands in Fresh controversy
মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (ফাইল ছবি)

কলকাতা, 16 মে: রাজনীতিতে আবারও কুকথা । এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে আপত্তিকর মন্তব্য করে বসলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । ভাইরাল হওয়া এক ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, "মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও ? তোমার হাতে 8 লাখ টাকা গুঁজে দিলেই একটা চাকরি দাও ।" ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি ইটিভি ভারত । স্বভাবতই এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বাংলার শাসক শিবির । শুধু তাই নয়, তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনেও যাচ্ছে তৃণমূল ।

ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি নির্বাচনী সভায় তিনি বলছেন, "রেখা পাত্রকে কেনা হয়েছিল 2 হাজার টাকায় !‌ মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও ? তোমার হাতে 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও । তোমার হাতে কেউ 10 লাখ টাকা দেয় আর রেশন হাওয়া করে দেয় অন্য দেশে । ভারতেই থাকে না সেই রেশন । তোমার রেট 10 লাখ টাকা কেন ? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করো বলে ? রেখা পাত্র গরিব মানুষ । লোকের বাড়িতে কাজ করে । আমাদের প্রার্থী । মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী নন । সে জন্যই কি তাকে 2 হাজারে কেনা যায় ? একজন মহিলা হয়ে অন্য এক মহিলা সম্পর্কে কী করে ওই উক্তি করতে পারেন মমতা ।"

এ হেন বক্তব্যকে সামনে রেখেই সর্বাত্মক আক্রমণের পথে হাঁটল রাজ্যের শাসকদল তৃণমূল । তমলুকের বিজেপি প্রার্থীর কড়া সমালোচনা করেছেন তৃণমূলের মহিলা শাখার সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে দলের অন্যতম মুখপাত্র শান্তনু সেন এবং বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ ।

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে বনগাঁয় গিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য । বিকেলে ঠাকুরনগরে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, "মহিলাদের এর থেকে চরম অপমান আর কিছু হতে পারে না । প্রাক্তন বিচারপতি বক্তব্য রাখতে গিয়ে যে ধরনের ভাষা ব্যবহার করলেন তার চেয়ে কদর্য আর কিছু হতে পারে বলে আমার জানা নেই । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী নন, তিনি তিনবার নির্বাচিত হয়েছেন মানুষের ভোটে । গোটা দেশে তিনিই একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী । বাংলার মানুষ তাঁর উপর বারবার আস্থা দেখিয়েছেন ।"

আরও পড়ুন:

  1. ইন্ডিয়া জোটেই আছি, থাকব ! 'বাইরে থেকে সমর্থন' তত্ত্ব সরিয়ে অন্য সুর মমতার
  2. অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপে 'না' হাইকোর্টের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.