Child Theft: শিশুচোর সন্দেহে চন্দননগরে আটক মানসিক ভারসাম্যহীন মহিলা

author img

By

Published : Jan 21, 2023, 10:23 PM IST

Child Theft

শিশুচোর সন্দেহে চন্দননগরে আটক বছর পঞ্চাশোর্ধ এক মহিলা (police detained a woman to doubt child theft)৷ অভিযুক্তের স্বামীর দাবি, তাঁর স্ত্রী মানসিক ভারসাম্যহীন ৷ চিকিৎসা চলছে ৷ প্রায়শই এই ধরনের কাণ্ড ঘটান ওই মহিলা ৷

চন্দননগর, 21 জানুয়ারি: হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে শিশু চোর সন্দেহে আটক মহিলা । শনিবার ঘটনাটি ঘটেছে চন্দননগর হাসপাতালে (child theft in chandannagar) ৷ স্থানীয় থানার পুলিশ এসে অভিযুক্ত মহিলাকে আটক করে থানায় নিয়ে যান ৷ পঞ্চাশোর্ধ ওই মহিলা কথাবার্তা শুনে প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ৷

হাসপাতালের এক আয়া পাখি কর জানান, এদিন ভিজিটিং আওয়ারস চলাকালীন হাসপাতালের প্রসূতি বিভাগে প্রবেশ করেন ওই মহিলা ৷ বেশ কিছুক্ষণ হাসপাতালের মধ্যেই ঘোরাঘুরি করেন (Child Theft) ৷ মহিলার চালচলনে ওয়ার্ডে কর্তব্যরত আয়াদের সন্দেহ হওয়ায়, তাঁকে জিজ্ঞাসা কারা হয় তিনি কার সঙ্গে দেখা করতে এসেছেন ৷ ওই মহিলা কোনও উত্তর না দিয়ে জানান, তিনি একটি পুত্র সন্তান চান ৷ এরপরেই অভিযুক্ত মহিলাকে প্রসূতি বিভাগ থেকে বের করে বাইরে নিয়ে আসা হয় (Hooghly Incident) ৷ ওই মহিলা কেন হাসপাতালে আসার কারণ উল্লেখ করেই আয়া পাখি কর জানান, ওই মহিলার একটি মেয়ে আছে ৷ তাঁর বিয়ে হয়ে গিয়েছে ৷ তাই এখন একটি ছেলের জন্য় তিনি হাসপাতালে এসেছিলেন ৷

আরও পড়ুন: পতিরামে শিশু বিক্রি চক্রের আরও 6 জন গ্রেফতার

হাসপাতালের পক্ষ থেকেই খবর দেওয়া হয় চন্দনগর থানার পুলিশে ৷ পুলিশ এসে ওই মহিলাকে আটক করেছে (police detained a woman) ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ৷ তবে পাচারকারী দলের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: শিশু-চোর সন্দেহে মহিলাকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা

খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন অভিযুক্ত মহিলার স্বামী অরুণ বোস ৷ তিনি বলেন, "স্ত্রী মানসিকভাবে অসুস্থ তার চিকিৎসা চলছে। এর আগে ডেটল খেয়েছিল। মাঝে মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। আজ এই ঘটনা ঘটিয়েছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.