Ratna De Nag: পাণ্ডুয়ার 'বিধায়ক নিখোঁজ' ! রত্না দে নাগের নামে পড়ল সন্ধান চাই পোস্টার

author img

By

Published : Sep 10, 2022, 12:47 PM IST

missing-poster-for-tmc-mla-ratna-de-nag-in-pandua

পাণ্ডুয়ার বিধায়ক রত্না দে নাগের সন্ধান চেয়ে পোস্টার পড়ল (Ratna De Nag Missing Poster) ৷ পাণ্ডুয়া স্টেশন রোডে এই পোস্টারগুলি দেখা গিয়েছে ৷ যা নিয়ে বিরোধী বিজেপিকে দায়ী করেছে তৃণমূলের শ্রীরামপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব ৷

পান্ডুয়া, 10 সেপ্টেম্বর: সন্ধাই চাই পোস্টার পড়ল পাণ্ডুয়া বিধানসভার বিধায়ক রত্না দে নাগের (MLA Ratna De Nag) নামে ৷ শক্রবার সন্ধেয় এই পোস্টার দেখা গিয়েছে পাণ্ডুয়া স্টেশন রোড এলাকায় ৷ কেউ বা কারা এই পোস্টার লাগিয়ে গিয়েছে ৷ যদিও পোস্টারের নিচে লেখা সমাজ কল্যাণ সমিতি ৷ তৃণমূলের শ্রীরামপুর সাংগঠনিক জেলার নেতাদের অভিযোগ, এর পিছনে বিজেপির হাত রয়েছে ৷ আর রত্না দে নাগ বিষয়টি কার্যত এড়িয়ে গিয়েছেন ৷ যদিও, পুরো বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে জেলা বিজেপি নেতৃত্ব ৷

শুক্রবার সন্ধ্যায় হুগলির পাণ্ডুয়া বিধানসভা এলাকায় বিধায়ক রত্না দে নাগের সন্ধান চেয়ে কেউ বা কারা পোস্টার লাগিয়ে দেয় বলে অভিযোগ ( Missing Poster of Ratna De Nag) ৷ সেই পোস্টারে লেখা রয়েছে, ‘‘মাননীয়া পাণ্ডুয়ার বিধায়িকা নিখোঁজ ৷ সন্ধান চাই ৷’’ তবে, এই ঘটনার পিছনে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে বিজেপির দাবি ৷ কারণ, পাণ্ডুয়ার পরবর্তী ব্লক সভাপতি কে হবেন ? তা নিয়ে স্থানীয় তৃণমূলের মধ্যেই একাধিক দ্বন্দ্ব রয়েছে বলে জানা গিয়েছে ৷ ফলে, এই পোস্টার সেই দ্বন্দ্বের ফল বলেই মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল ৷ যদিও, এই অভিযোগ মানতে নারাজ তৃণমূলের শ্রীরামপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব ৷

রত্না দে নাগের নামে সন্ধান চাই পোস্টার

এই পোস্টার বিতর্কের মধ্যেই গতকাল পাণ্ডুয়া ব্লক তৃণমূল অফিসে বৈঠকে যোগ দেন রত্না দে নাগ ৷ সঙ্গে ছিলেন তৃণমূলের শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুঁইন এবং সহ-সভাপতি সঞ্জয় ঘোষ ৷ অরিন্দম বলেন, ‘‘পাণ্ডুয়া স্টেশন রোড এলাকায় পোস্টার পড়েছে ৷ বিধায়ককে নাকি দেখতে পাওয়া যাচ্ছে না ৷ আমরা তো পাণ্ডুয়াতে রয়েছি ৷ এখানে বিধায়কও রয়েছেন ৷ এবার মানুষ ঠিক করবে তাঁকে দেখতে পাওয়া যায় কি যায় না ৷’’

আরও পড়ুন: ‘নিখোঁজ’ সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সন্ধান চেয়ে পোস্টার পাণ্ডুয়ায়

তবে, পোস্টার পড়া নিয়ে বিশেষ কিছু বলতে চাননি রত্না দে নাগ ৷ তিনি শুধু বলেন, ‘‘40 বছর পর পাণ্ডুয়ার মানুষ তৃণমূল প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়েছেন ৷ তাহলে কি তাঁরা এমনি এমনি জিতিয়ে আসছেন ? যারা এটা করেছে, তারা তৃণমূলকে চায় না ৷’’ যদিও, বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, ‘‘বেশ কিছুদিন আগে সাংসদ লকেট চট্টোপাধ্যায় সম্বন্ধে একই রকম পোস্টার পড়েছিল ৷ তখনই আমরা বলেছিলাম, এটা তৃণমূলের কাজ ৷ আর তৃণমূলের বিধায়কের সন্ধান চাই পোস্টারও তাদের দলেরই একটা অংশ লাগিয়েছে ৷ পাণ্ডুয়াতে তৃণমূলের একাধিক গোষ্ঠী রয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.