ETV Bharat / state

তরুণীর রহস্যমৃত্যু, জেলাশাসকের বাংলোর সামনে বিক্ষোভ স্থানীয়দের

author img

By

Published : May 16, 2021, 4:40 PM IST

তরুণীর রহস্যমৃত্যু
তরুণীর রহস্যমৃত্যু

হাসপাতালের চিকিৎসকরা জাহেরাকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ৷ তবে কীভাবে তরুণীর মৃত্যু হল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ৷ পুলিশ জাহেরার দুই বান্ধবীর খোঁজ চালাচ্ছে । পরিবারের অভিযোগ, জাহেরার মৃত্যুর জন্য ওই দুই বান্ধবী দায়ী । দুর্ঘটনা নয়, তাঁরাই জাহেরাকে খুন করেছে ৷

চুঁচুড়া, 16 মে : বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরিয়ে তরুণীর রহস্যজনক মৃত্যু । বিচারের দাবিতে জেলাশাসকের বাংলো ঘিরে বিক্ষোভ স্থানীয় ও আত্মীয়দের ৷ তরুণীর বাড়ি চুঁচুড়ার ইমামবাড়ায় । নাম মির্জা কাজি জাহেরা খাতুন ।

শনিবার বিকালে জাহেরাকে বাড়িতে ডাকতে আসেন তাঁর দুই বান্ধবী । ঘুরতে যাচ্ছি বলে বান্ধবীদের সঙ্গে স্কুটি করে বাড়ি থেকে বের হন জাহেরা । সন্ধ্য়ায় ভাই মির্জা সাগর আলি তাঁকে ফোন করলে জাহেরা ভাইকে জানান, কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরছেন তিনি । কিন্ত তিনি আর বাড়ি ফেরেননি ৷ এরপর অনেকবার ফোন করলেও জাহেরাকে ফোনে পাওয়া যায়নি । রাত 9টা নাগাদ এক অজ্ঞাত পরিচয় মহিলা বাড়িতে ফোন করে জানান, জাহেরা দুর্ঘটনার কবলে পড়েছে ৷ তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

পরিবারের লোক তড়িঘড়ি হাসপাতালে যান । হাসপাতালের চিকিৎসকরা জাহেরাকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ৷ তবে কীভাবে তরুণীর মৃত্যু হল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ৷ পুলিশ জাহেরার দুই বান্ধবীর খোঁজ চালাচ্ছে । পরিবারের অভিযোগ, জাহেরার মৃত্যুর জন্য ওই দুই বান্ধবী দায়ী । দুর্ঘটনা নয়, তাঁরাই জাহেরাকে খুন করেছে ৷

রবিবার বিচার চেয়ে জেলাশাসকের বাংলোর সামনে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দা ও জাহেরার আত্মীয়রা । জেলাশাসক পি দীপা প্রিয়া তাঁদের কথা শুনে পুলিশকে ফোন করে বিষয়টি দেখতে বলেন । পুলিশ সূত্রে খবর, জাহেরার দুই বান্ধবীর একজনের বাড়ি ব্যান্ডেলে ৷ অন্যজনের গরিফায় বলে জানা গিয়েছে । তবে তাঁরা এই ঘটনায় যুক্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ ৷ এছাড়া কে বা কারা হাসপাতালে জাহিরাকে ফেলে পালিয়ে গেল তাও খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন : গোয়া উপকূলে আছড়ে পড়ল তখতে, কর্নাটকে মৃত 4


তরুনীর দাদা মির্জা সাগর আলি বলেন, ‘‘আমাদের সন্দেহ বোনকে খুন করা হয়েছে । তাঁর শরীরে বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.