ETV Bharat / state

Bansberia Ganges Jutemill : কাজের দাবিতে শ্রমিক বিক্ষোভ বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুটমিলে

author img

By

Published : Apr 2, 2022, 4:38 PM IST

Updated : Apr 2, 2022, 6:41 PM IST

Bansberia Ganges Jutemill
কাজের দাবিতে অসন্তোষ বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুটমিলে

নিয়মিত কাজ পাওয়ার দাবিতে অসন্তোষ বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুটমিলে ৷ জুটমিলে সেলাই বিভাগে অস্থায়ী শ্রমিকরা নিয়মিত কাজ না পাওয়ায় মিল গেটের সামনে বিক্ষোভ দেখান (Bansberia Ganges Jutemill)৷

হুগলি, 2 এপ্রিল: আর কয়েকদিন পরেই রমজান মাস ৷ তার আগেই অচলাবস্থা তৈরি হল বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুটমিলে ৷ নিয়মিত কাজ পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখান অস্থায়ী শ্রমিকরা ৷ শ্রমিকদের দাবি, মিলে কাজ থাকলেও অস্থায়ী শ্রমিকরা কাজ পাচ্ছেন না ৷ অথচ কয়েকজন শ্রমিকদের দিয়ে ওভারটাইম করানো হচ্ছে (Bansberia Ganges Jutemill)৷

কাজের দাবিতে শ্রমিক বিক্ষোভ বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুটমিলে

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, তাঁদের কাজ দিতে পারছে না কর্তৃপক্ষ ৷ অথচ অন্য শ্রমিকদের দিয়ে ওভারটাইম করাচ্ছে মিল কর্তৃপক্ষ ৷ এমনকী অস্থায়ী শ্রমিকরা প্রতিবাদ করলে তাঁদের গেটের বাইরে নোটিস ধরিয়ে দেওয়া হচ্ছে ৷ ইতিমধ্যেই ন‘জন শ্রমিককে সতর্ক করেছে মিল কর্তৃপক্ষ ৷ তাঁদেরও দ্রুত কাজে ফেরানোর দাবি জানান শ্রমিকরা (Demonstration In Bansberia Ganges Jute Mill) ৷

আরও পড়ুন: Jagatdal Jute Mill Closed : শ্রমিক অসন্তোষে জগদ্দল জুটমিল বন্ধ, কর্মহীন 4 হাজার

এদিকে মিলের সেলাই বিভাগের কাজ বন্ধ হওয়ার পাশাপাশি আরও তিনটি বিভাগের কাজ বন্ধ হতে চলেছে ৷ সমস্যার সমাধান না হলে রমজান মাসেই সাসপেনশন অফ ওয়ার্ক নোটিস পড়তে পারে গ্যাঞ্জেস জুটমিলে ৷ তাই এই পরিস্থিতি তৈরির আগেই সমস্যার সামাধন চায় শ্রমিক ইউনিয়নগুলি ৷ শ্রমিক নেতা শুভেন্দু সরকার জানান, কাজ দিতে না পারায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। আগামী দিনে সমস্ত ইউনিয়নে মিলে সমাধান করার চেষ্টা করছে । সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দেন তিনি ।

Last Updated :Apr 2, 2022, 6:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.