ETV Bharat / state

Jagatdal Jute Mill Closed : শ্রমিক অসন্তোষে জগদ্দল জুটমিল বন্ধ, কর্মহীন 4 হাজার

author img

By

Published : Mar 31, 2022, 11:31 AM IST

Jagatdal Jute Mill Closed
জগদ্দল জুটমিল

ফের শ্রমিক অসন্তোষ ৷ আর তার জেরে বন্ধ জগদ্দল জুটমিল (Jagatdal Jute Mill Closed)। বৃহস্পতিবার সকালে আন্দোলনরত একজন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ ৷ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে শ্রমিকরা আন্দোলন করেন ৷

জগদ্দল, 31 মার্চ : শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন বন্ধ হয়ে গেল জগদ্দল জুটমিল(Jagatdal Jute Mill Closed)। কর্মহীন প্রায় চার হাজার শ্রমিক। মিল কর্তৃপক্ষ অঘোষিত ভাবে মিলটি বন্ধ করে দেয় ৷ ঘটনায় উত্তেজনা ছড়ায় জুটমিল চত্বরে।

জানা যায়, গত চারদিন যাবৎ বিভিন্ন দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা চলছিল। বৃহস্পতিবার সকালে আন্দোলনরত একজন শ্রমিককে ভাটপাড়া থানার পুলিশ গ্রেফতার করলে মিলের ওই ডিপার্টমেন্টের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে বেরিয়ে আসেন। এর ফলে মিলের সব বিভাগের উৎপাদন বন্ধ হয়ে যায় এবং তারপরেই অঘোষিত ভাবে বন্ধ করে দেয় মিল কর্তৃপক্ষ। ভাটপাড়া থানার পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে। শ্রমিকদের অভিযোগ, মিলের ভিতরে শ্রমিকদের উপর কাজের চাপ বাড়িয়ে দেওয়া হয়। প্রতিবাদ করলেই পুলিশের ভয় দেখানোর পাশাপাশি মিলের বাইরে বার করে দেয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ভদ্রেশ্বরের জুটমিল বন্ধ, কর্মহীন 3 হাজার শ্রমিক

তাঁদের দাবি, ধৃত শ্রমিক নির্দোষ। তিনি যেহেতু কর্তৃপক্ষের অনৈতিক কাজকর্মের প্রতিবাদ করেন, তাই তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আন্দোলনরত শ্রমিকদের দাবি, যতক্ষণ না পর্যন্ত সেই শ্রমিক কাজে যোগ দেবেন ততক্ষণ তাঁরা কাজে যোগ দেবেন না।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.