Touch Free Portable Hand Sanitizer machine : স্পর্শ না করেই হাতে স্যানিটাইজার, যন্ত্র তৈরি করে স্বত্ব পেল চুঁচুড়ার অভিজ্ঞান

author img

By

Published : Dec 29, 2021, 9:23 PM IST

Updated : Dec 30, 2021, 3:45 PM IST

Touch Free Portable Hand Sanitizer

'টাচ ফ্রি' পোর্টেবল হ্যান্ড স্যানিটাইজার (Touch Free Portable Hand Sanitizer machine) যন্ত্র তৈরি করে চমক ৷ ভারত সরকারের থেকে স্বত্ব (পেটেন্ট) পেল চুঁচুড়ার নবম শ্রেণির ছাত্র অভিজ্ঞান ৷

চুঁচুড়া, 29 ডিসেম্বর: 'টাচ ফ্রি' পোর্টেবল হ্যান্ড স্যানিটাইজার যন্ত্র তৈরি করে ভারত সরকারের পেটেন্ট পেল চুঁচুড়ার অভিজ্ঞান (Chinsurah boy gets patent for touch free portable hand sanitizer machine) । করোনা সংক্রমণ থেকে বাঁচতে স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ৷ এই পরিস্থিতিতে উন্নত স্যানিটাইজার মেশিন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে অভিজ্ঞান কিশোর দাস । সে হুগলি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র । এই স্যানিটাইজার মেশিনের পোশাকি নাম টাচ ফ্রি অটোমেটেড হ্যান্ড স্যানিটাইজার পোর্টেবল ও ম্যাগনেটিক মেশিন ।

স্যানিটাইজার ব্যবহার করতে গিয়ে নতুন করে যাতে কেউ করোনায় আক্রান্ত না হন, তা মাথায় রেখেই এই হ্যান্ড ফ্রি স্যানিটাইজার মেশিন বানিয়েছে অভিজ্ঞান ৷ হালকা মেশিন হওয়ার কারণে এটি সহজেই ব্যবহার করা সম্ভব সকলের পক্ষে । এই পোর্টেবল স্যানিটাইজার মেশিনের দাম সকলের সাধ্যের মধ্যেই হবে বলে জানা গিয়েছে ৷ 2020 সালে ইন্টার ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে এটি তৈরি করে পুরস্কার পায় অভিজ্ঞান । ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানী মহুয়া মৈত্র তার এই কাজে সহযোগিতা করেছেন । তিনিই এই প্রজেক্টের রিপোর্ট তৈরি ও পেটেন্ট পেতে সাহায্য করেছেন।

আরও পড়ুন : শতবর্ষ আগে সাধারণের জন্য খুলেছিল ভিক্টোরিয়ার দরজা

আগামী দিনে এই মেশিন ব্যবসায়িক ভিত্তিতে বাজারে আসুক তা চান অভিজ্ঞানের অভিভাবকরা ৷ এই যন্ত্র বাজারে এলে বিশেষ করে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপকৃত হবেন বলে মনে করছেন তাঁরা ৷ কৃতি অভিজ্ঞান জানিয়েছে, "এই যন্ত্রের খরচ খুবই কম । কম পয়সায় পাওয়া যাবে এই মেশিন । এর ফলে বহু মানুষের উপকার হবে ।" এর আগেও বিভিন্ন ধরনের গবেষণা মূলক আবিষ্কার করেছে এই পড়ুয়া ৷ দূষণ পরিমাপক যন্ত্র ও নয়া সিগন্যাল সিস্টেমও এর আগে আবিস্কার করেছে নবম শ্রেণির এই ছাত্র ৷ একাধিক পুরস্কারও পেয়েছে সে ।

স্পর্শ না করেই হাতে স্যানিটাইজার, যন্ত্র তৈরি করে স্বত্ব পেল চুঁচুড়ার অভিজ্ঞান

অভিজ্ঞান জানিয়েছে, লকডাউনের সময় এই যন্ত্রটি বানায় সে ৷ এটি বানাতে বেশি খরচও নয়, তাই 200 থেকে 250 টাকার মধ্যে খরচ হবে এই যন্ত্র কিনতে ৷ ব্যবসায়িক ভিত্তিতে এটি তৈরি হলে খরচ আরও কম পড়বে বলেই ধারণা খুদে অভিজ্ঞানের ৷ তার আর্জি, ব্যবসায়িক ভিত্তিতে এই জিনিসটি বানানো হোক এবার ৷ অভিজ্ঞানের মা প্রিয়াঙ্কা দাস বলেন, "ছেলের এই উদ্ভাবন এত তাড়াতাড়ি পেটেন্ট পাবে আমরা ভাবতে পারিনি । আমাদের ইচ্ছা এই যন্ত্র বাজারে আসুক ৷ আমাদের সেই ক্ষমতা নেই যে এটা বানিয়ে বাজারজাত করব । তাই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অথবা কোন কর্পোরেট সংস্থা এই যন্ত্রকে বাজারে আনার পরিকল্পনা করলে ভাল হয় ৷ এতে মানুষের উপকার হবে ৷"

Last Updated :Dec 30, 2021, 3:45 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.