ETV Bharat / state

করোনা মোকাবিলায় সাহায্যের হাত চন্দননগরের পুজো কমিটির

author img

By

Published : May 17, 2021, 12:14 PM IST

মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এল চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি ৷ তাঁদের অন্তর্গত চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে মোট 171 টি পুজো কমিটি বিভিন্ন জায়গায় করোনা মোকাবিলার জন্য মানুষের সাহায্য করবে বলে কেন্দ্রীয় পুজো কমিটি সূত্রে খবর ৷

করোনা মোকাবিলায় সাহায্যার্থের হাত চন্দননগর জগদ্ধাত্রী পুজো কমিটির
করোনা মোকাবিলায় সাহায্যার্থের হাত চন্দননগর জগদ্ধাত্রী পুজো কমিটির

চন্দননগর, 17 মে : ক্লাব প্রতিষ্ঠান থেকে শুরু করে বেসরকারি সংস্থা সকলকেই করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য এগিয়ে আসতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছেন । সেই আহ্বানে সাড়া দিয়ে রবিবার সাহায্যার্থে এগিয়ে এল চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি ।

রবিবার থেকে কার্যত লকডাউনের শুরুতেই উর্দি বাজার সর্বজনীন দুর্গাপুজো ও জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে পল্লিবাসীর পাশে থাকার জন্য কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে । এই পরিকল্পনায় করোনা সংক্রমিত মানুষের ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্যসামগ্রী পৌঁছনোর ব্যবস্থা থাকছে । করোনা রোগীদের নার্সিংহোম ও হাসপাতালে ভর্তির ক্ষেত্রেও যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে ।

অক্সিমিটারের মাধ্যমে অক্সিজেন পরীক্ষা করা হচ্ছে
অক্সিমিটারের মাধ্যমে অক্সিজেন পরীক্ষা করা হচ্ছে

আরও পড়ুন : রবিবাসরীয় বাজারে কেমন ছিল কড়াকড়ির প্রথম দিন ! দেখে নিন একঝলকে...


সেই সঙ্গে আক্রান্তের বাড়ি জীবাণুমুক্ত করার জন্য যোগাযোগ করা হলে সেক্ষেত্রেও ব্যবস্থা করা হবে । এই পরিকল্পনাগুলি প্রচারের জন্য লিফলেটও বিলি করা হচ্ছে ক্লাবের তরফে । ঐ এলাকার মানুষের সুবিধার জন্য তাতে কিছু ফোন নম্বরও দেওয়া রয়েছে ৷ উদ্যোগ্তাদের দাবি, এই ধরনের কাজ যদি পাড়ায় পাড়ায় প্রতিটি ক্লাব ও পুজো প্রতিষ্ঠান করে থাকেন, তাহলে সাধারণ মানুষ উপকার পাবে । এদিন চিকিৎসককে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় ।

করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এল চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি
চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজোর সম্পাদক শুভজিৎ সাউ বলেন, চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে মোট 171 টি পুজো কমিটি বিভিন্ন জায়গায় করোনা মোকাবিলার জন্য মানুষের সাহায্য করবে । আমরা আপাতত পালস অক্সিমিটার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি । এছাড়াও মানুষের অসুবিধা হলে হেল্পলাইনে ফোন করলেই আমরা সাহায্যের ব্যবস্থা করব ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.