ETV Bharat / state

Bus Service Disrupted in Goghat: তৃণমূলের সভায় বাস দেওয়া নিয়ে বিতর্ক, পরিষেবা বন্ধ করলেন ক্ষুব্ধ মালিকরা

author img

By

Published : Jan 6, 2023, 1:38 PM IST

Updated : Jan 6, 2023, 2:15 PM IST

TMC Procession
বাস মালিক সংগঠন

বৃহস্পতিবার গোঘাটে তৃণমূলের মিছিল ছিল ৷ এই মিছিলের কারণেই বদনগঞ্জরুটের বেশকিছু বাস তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল ৷ ঘটনার বিরুদ্ধে এবার বদনগঞ্জ রুটের 20টি বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিক সংগঠন (Bus service effected in Goghat) ৷

পরিষেবা বন্ধ করলেন ক্ষুব্ধ মালিকরা

হুগলি, 6 জানুয়ারি: বৃহস্পতিবার আরামবাগের বদনগঞ্জ এলাকায় তৃণমূলের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল (Bus service effected in Goghat) ৷ সেই সভার জন্য বাস তোলাকে ঘিরে বিতর্ক দেখা দিল ৷ সভায় কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু বাস তুলে নেওয়া হয় ৷ কিন্তু মালিকদের অভিযোগ, বাস তোলার ব্যাপারে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে । শুধু তৃণমূল সমর্থকদের বাস বাদ দিয়ে অন্য বাস তোলা হয়েছে । তাতে আর্থিক ক্ষতির সম্মুখীন মালিকরা । এরই প্রতিবাদে শুক্রবার সকাল থেকে বদনগঞ্জের প্রায় 20টি বাস পরিষেবা বন্ধ করেছেন বাসমালিকরা । ব্যাপক সমস্যার সম্মুখীন নিত্যযাত্রীরা (Daily commuters are in deep trouble in Goghat) ।

বাস মালিকদের দাবি, সমস্ত মিটিং মিছিলে বাস দেওয়া হয় । কিন্তু দিনের প্রথম ও শেষ বাস যাত্রীদের সুরক্ষার জন্য চালু থাকে প্রত্যেকবার । কিন্তু বৃহস্পতিবার গোঘাটে তৃণমূলের মিছিলের জন্য সমস্ত বাস তুলে নেওয়া হয় । বাসমালিকরা শেষ বাস চালানোর অনুরোধ জানালেও তা গ্রাহ্য হয়নি। অভিযোগ, যে সমস্ত বাস মালিক তৃণমূল সংগঠনের সঙ্গে জড়িত তাঁদের বাস নেওয়া হয়নি ৷ যাঁরা সাধরণ বাস মালিক তাঁদের বাস নেওয়া হয়েছিল ৷ অনেক ক্ষেত্রে গ্যারেজ থেকে গায়ের জোরে বাস নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে ৷ তাঁদের দাবি, এলাকার তৃণমূল নেতা রামপ্রসাদ হেঁসের তিনটি বাস বদনগঞ্জ রুটে চলাচল করে । তাঁর একটাও নেওয়া হয়নি । এই ঘটনার প্রতিবাদেই বাস বন্ধের সিদ্ধান্ত বাস মালিকদের ৷

বাস মালিক শেখ রাজু বলেন, "দীর্ঘ দিন ধরেই বাসগুলি মিটিংয়ে নেওয়া হয় ৷ প্রথম ও শেষ বাসটি যাত্রীদের প্রয়োজন রাখা হয় ৷ অথচ এদিন সমস্ত বাসগুলি তুলে নেওয়া হলেও, নির্দিষ্ট তিনটি বাস চলাচল করে বদনগঞ্জ রুটে ৷"

আরও পড়ুন : বেলডাঙায় উদ্ধার 20টি বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

যদিও মালিকদের এই অভিযোগ মানতে চাননি তৃণমূলের গোঘাটের 2 নম্বর ব্লকের সভাপতি অরুণ ক্যাওড়া ৷ এই প্রসঙ্গেই তিনি জানান, জোর করে বাস নেওয়া হয়নি । তবে তিনি ব্লক সভাপতি পদে নতুন ৷ এই ধরনের কোনও ঘটনা ঘটে থাকে তাই বিষয়টি খতিয়ে দেখা হবে ৷ আগামিদিনে যাতে সব বাসের সমবন্টন হয় সেই দিকেও লক্ষ্য রাখা হবে ৷

Last Updated :Jan 6, 2023, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.