ETV Bharat / state

চাঁপাডাঙায় 12 ঘণ্টা পর করোনা রোগীর দেহ উদ্ধার

author img

By

Published : Apr 24, 2021, 10:39 PM IST

Body of COVID 19 Patient
ছবি

এখনও পর্যন্ত এলাকা স্যানিটাইজ়েশনের কোনও ব্যবস্থা হয়নি ৷ উদ্বেগ বাড়ছে এলাকাবাসীদের ৷

তারকেশ্বর, 24 এপ্রিল : করোনায় মৃত্যু 12 ঘণ্টা পর উদ্ধার হল মৃতদেহ । মৃতের নাম অপর্ণা মাঝি (46) ৷

পরিবার সূত্রে খবর, 21 এপ্রিল তাঁর করোনা রিপোর্ট পজ়িটিভ আসে । গতরাতে হঠাৎ শ্বাস কষ্ট শুরু হলে হাসপাতালে খবর দেওয়া হয় । অ্যাম্বুলেন্স আসতে আসতে রাত প্রায় দশটা ৷ ততক্ষণে মৃত্যু হয়েছে অপর্ণার । এর পর থেকে বাড়িতেই মৃতদেহ পরে থাকে।

পরিবার ও প্রতিবেশীরা বার বার প্রশাসনকে জানালেও কোনও ফল হয়নি । প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে । প্রায় বারো ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পর সকাল দশটা নাগাদ দেহ উদ্ধার করে প্রশাসন ।

মৃতার ছেলে সাগ্নিক মাঝি জানিয়েছেন, 21 এপ্রিল তাঁর বাবা ও মা দুজনেই আক্রান্ত হন । তারপর হঠাৎ বাড়াবাড়ি হয় । গতরাতে অপর্ণা মাঝি মারা যান । তারপর থেকে প্রশাসনকে জানিয়েও কোনও ফল হয়নি । এখনও বাড়িতে সানিটাইজ়েশনের কোনও ব্যবস্থা নেই । বাবাকে বাড়িতে আইসলেশনের জন্য পাঠানো হবে । আমরা অনেকটাই আতঙ্কিত ।

চাঁপাডাঙায় 12 ঘণ্টা পর করোনা রোগীর দেহ উদ্ধার

আরও পড়ুন : দৈনিক সংক্রমণের 40 শতাংশই দুই জেলা থেকে, রাজ্যে 14 হাজারের গণ্ডি পেরোল করোনা

এক স্থানীয় বাসিন্দা ত্রিঙ্গাকুর জানা বলেন, 12 ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও মৃত দেহ নিয়ে যাচ্ছে না প্রসাশন । মৃতদেহ বাড়িতে পরে থাকার জন্য যথেষ্টই আতঙ্কিত আমরা । আমরা চাই উপযুক্ত স্যানেটাইজ়েশনের ব্যবস্থা করুক । এরপর থেকে করোনা রোগীর জন্য ব্যবস্থা করুক প্রসাশন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.