ETV Bharat / state

Vivekananda Birthday: 12 জানুয়ারি নয়, এই মঠে তিথি মেনে পালিত হয় স্বামীজীর জন্মদিন

author img

By

Published : Jan 13, 2023, 5:32 PM IST

দেশজুড়ে 12 জানুয়ারি পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন ৷ এদিনটিকেই জাতীয় যুব দিবস হিসেবে ষোঘণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ তবে হুগলির আঁটপুর রামকৃষ্ণ মিশন মঠে 12 জানুয়ারি স্বামীজীর জন্মদিন পালিত হয় না ৷ পালিত হয় তিথি মেনে (Vivekananda Birthday according to Tithi) ৷ তাই 14 জানুয়ারি সাড়ম্বরে এখানে পালিত হবে বিবেকানন্দের জন্মতিথি ৷

Etv Bharat
Etv Bharat

তিথি মেনে পালিত হয় স্বামীজীর জন্মদিন

হুগলি, 13 জানুয়ারি: দিন হিসেবে নয়, তিথি মেনে হুগলির (Hooghly News) আঁটপুর রামকৃষ্ণ মঠে পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন ৷ তাই 12 জানুয়ারি দেশজুড়ে যুগনায়কের জন্মদিন ও সেই উপলক্ষে জাতীয় যুব দিবস পালিত হলেও আঁটপুর রামকৃষ্ণ মঠে তা হয় না (Antpur Ramakrishna Math) ৷ তিথি হিসেবে 14 জানুয়ারি এখানে মহাসাড়ম্বরে পালন করা হবে স্বামীজীর জন্মদিন (Antpur Ramakrishna Math Celebrates Vivekananda Birth Tithi)৷

মঠের মহারাজের কথা অনুযায়ী জানা যায়, 1887 সালের জানুয়ারি এবং 1889 সালের ফেব্রুয়ারি মাসে স্বামীজী এসেছিলেন হুগলির আঁটপুরের এই মঠে ৷ এখনও এই মঠে স্বামীজীর শয়ন কক্ষ ভক্তদের দর্শনের জন্য সুসজ্জিত করা আছে । যে স্থানে সন্ন্যাস ধর্ম নেওয়ার সংকল্প গ্রহণ করেছিলেন স্বামীজী সেই স্থানে একটি মন্দির তৈরি করা আছে ৷ যা ধুনি মন্দির নামে পরিচিত ।

আরও পড়ুন : বিবেকানন্দের সন্ন্যাস গ্রহণের দিনে বিশেষ যিশু পুজো আসানসোল রামকৃষ্ণ মিশনে

আঁটপুর থেকেই স্বামীজী-সহ তাঁর আট গুরুভাইরা এই মঠ থেকেই সন্ন্যাস গ্রহণ করেছিলেন ৷ সেই থেকেই আঁটপুরের বলরাম ঘোষ অর্থাৎ প্রেমানন্দজি মহারাজের বাড়ি সকলের কাছেই এক পুণ্যস্থান হয়ে উঠেছে । বহু মানুষ আসেন এই আঁটপুরের মঠ দেখতে ।

এই বিষয়ে মহারাজ স্বামী বশিষ্ঠানন্দ বলেন, "বাবুরাম ঘোষ (প্রেমানন্দ মহারাজ) ছিলেন রামকৃষ্ণদেবের অত্যন্ত স্নেহের । বাবুরাম ঘোষের মায়ের ডাকেই 1886 সালের 19 ডিসেম্বর জাঙ্গিপাড়া থানার আঁটপুরে তাঁর বাড়িতে আসেন স্বামী বিবেকানন্দ । সঙ্গে ছিল স্বামীজীর আট সতীর্থ অর্থাৎ রামকৃষ্ণদেবের আট শিষ্য ৷ ঠাকুরের নাম ও পূজার্চনায় শুরু করেছিলেন তাঁরা । ঠাকুর রামকৃষ্ণের প্রতি অনুপ্রাণিত হয়ে 1886 সালের 24 ডিসেম্বর স্বামী বিবেকানন্দ-সহ রামকৃষ্ণ দেবের ওই আট শিষ্য সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণের সংকল্প করেছিলেন এই মঠ থেকেই । এরপর 1966 সালে বাবুরাম ঘোষের (প্রেমানন্দ মহারাজ) বাড়িটিকে মঠ হিসেবে তৈরি করা হয় । 1986 সালে তা বেলুড় মঠের অধীনে চলে যায় ৷"

আরও পড়ুন: ভূরিভোজ সেরে বউদি নিস্তারিণীদেবীকে পাগড়ি উপহার দিয়েছিলেন স্বামীজী !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.