ETV Bharat / state

Abhishek Banerjee: 50 কোটি খরচ করলে ট্রেন দুর্ঘটনায় এত মৃত্যু হত না, কেন্দ্রকে খোঁচা অভিষেকের

author img

By

Published : Jun 7, 2023, 5:34 PM IST

Updated : Jun 7, 2023, 6:13 PM IST

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

বালাসোরের ট্রেন দুর্ঘটনা নিয়ে বুধবার আরও একবার কেন্দ্রকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপি চোর, দুর্নীতিগ্রস্তদের সুরক্ষা কবচ দিচ্ছে বলে এদিন তিনি অভিযোগ করেন ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

আরামবাগ, 7 জুন: ওড়িশার বালাসোরের ট্রেন দুর্ঘটনা নিয়ে ফের একবার কেন্দ্রের সরকারকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ভয়াবহ ওই ট্রেন দুর্ঘটনার দায় বুধবার সরাসরি কেন্দ্রের উপরেই চাপিয়েছেন অভিষেক ৷ এদিন হুগলির আরামবাগে দলের নবজোয়ার কর্মসূচির সভা থেকে তাঁর দাবি, কেন্দ্র 50 কোটি টাকা খরচ করলে এই দুর্ঘটনা ঘটত না, 300 জন মারা যেত না ৷ তাঁর কথায়, "প্রধানমন্ত্রী 20 হাজার কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্তা করছেন ৷ 1200 কোটি খরচ করে নয়া সংসদ ভবন করেছেন ৷ অথচ মাত্র 50 কোটি খরচ করলে করমণ্ডলের দুর্ঘটনায় 300 জনের মৃত্যু হত না ৷"

উল্লেখ্য, ওড়িশার বালাসোরে তিন ট্রেনের সংঘর্ষের ঘটনায় 278 জনের মৃত্যু হয়েছে ৷ মৃত ও আহতদের মধ্যে সিংহভাগই করমণ্ডল এক্সপ্রেসের যাত্রী ৷ মৃতদের মধ্যে এরাজ্যের বাসিন্দা ছিলেন 103 জন ৷ এদিন রেলের 'কবচ' সুরক্ষা নিয়েও কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রসঙ্গে বিজেপিকে বিঁধে তিনি বলেন,"প্রধানমন্ত্রী বলেছিলেন আমি রেলে কবচ লাগিয়ে দিয়েছি আর দুর্ঘটনা হবে না ৷ কিন্তু বিজেপি কবচ দিয়েছে দুর্নীতিগ্রস্ত, চোরদের ৷ শ্লীলতাহানিতে অভিযুক্ত সাংসদকে কবচ দিয়েছে বিজেপি ৷ যাদের টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে তাদের কবচ দিয়েছে ৷ আগে চোর চুরি করে জেলে যাত, এখন চোর চুরি করে যায় বিজেপিতে কবচ পেতে ৷ সারদা, নারদায় অভিযুক্ত যাদের জেলে থাকার কথা তাদের কবচ দিয়েছে ৷"

আরও পড়ুন: রেল দুর্ঘটনার সত্যি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ মমতার

রাজ্যের পাওনা আদায় করতে আগামীতে দিল্লি ঘেরাও করা হবে বলে এদিন ফের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, প্রয়োজনে কৃষিভবনও ঘেরাও করা হবে ৷ রাজ্যের মানুষকে দিল্লিতে নিয়ে গিয়ে বিক্ষোভ দেখানোর কথাও এদিন অভিষেক বলেন ৷ তিনি জানান, কেন্দ্র শপথ নিয়েছে তৃণমূলকে মাথা নত করাবে, তৃণমূলও ঠিক করেছে রাজ্যের প্রাপ্য আদায় করে ছাড়বে ৷

Last Updated :Jun 7, 2023, 6:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.