GTA Audit : জিটিএ-র অডিটের দাবিতে ফের সরব রাজ্যপাল, সমর্থন অনিত থাপার

author img

By

Published : Nov 17, 2021, 5:39 PM IST

west bengal governor jagdeep dhankhar slams amit mitra on gta audit issue

পাহাড় সফর চলাকালীনও জিটিএ-র অডিট নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন রাজ্যপাল । এমনকি তিনি জিটিএ-তে বড়সড় দুর্নীতির আশঙ্কা করছেন বলেও মন্তব্য করেছিলেন ।

দার্জিলিং, 17 নভেম্বর : ফের জিটিএ-র (গোর্খা টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশন) সিএজি অডিট নিয়ে শুরু হল তরজা । এবার জিটিএ অডিট নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অর্থ উপদেষ্টা অমিত মিত্রর বিরুদ্ধে ট্যুইট করে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । অন্যদিকে, রাজ্যপালের অডিট নিয়ে বক্তব্যে সহমত জিটিএ-র প্রাক্তন চেয়ারম্যান তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা ।

ট্যুইটে ভিডিয়ো বার্তায় রাজ্যপাল জগদীপ ধনকড় অভিযোগ করেন, ‘‘বারবার জিটিএ-র সিএজি অডিট নিয়ে প্রশ্ন করেছি । রাজ্যের অর্থ দফতরের মুখ্য উপদেষ্টা এবং প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রর উত্তর দেওয়া উচিত কেন দশ বছরেরও বেশি সময় ধরে জিটিএ-র অডিট হয়নি । 10 বছর ধরে কোনও অডিট না হওয়া মানে হাজার হাজার কোটি টাকার কোনও হিসাব নেই ?’’

আরও পড়ুন : Crime : শিলিগুড়িতে পুলিশের হেফাজত থেকে পালিয়েও ফের ধরা পড়ল দুই অভিযুক্ত

রাজ্যপালের আরও দাবি, ‘‘আমার পাহাড় সফরকালীন পাহাড়বাসীরা জিটিএকে দুর্নীতির আখরা বলে অভিযোগ করেছেন । এভাবে সাধারণ মানুষের আস্থার সঙ্গে বেইমানি এবং নিজেদের কর্তব্যের প্রতি গাফিলতি ধারণার বাইরে । যারা সাধারণ মানুষের টাকা নয়ছয় করেছে, যারা নিজেদের সম্পত্তি বৃদ্ধি করছে, তাদের আড়াল করছেন অমিত মিত্র ।’’

তাঁর বক্তব্য, ‘‘এই ধরনের অপরাধকে আড়াল করা গণতন্ত্রের জন্য ভালো নয় । আমি আশাবাদী অমিত মিত্র ওই বিষয়ে উত্তর দেবেন ।’’

আরও পড়ুন : Prisoners Escaped: শিলিগুড়িতে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালাল 2 বন্দি

বুধবার সকালে রাজ্যপালের ট্যুইট নিয়ে অনিত থাপা বলেন, ‘‘আমি নিজেও রাজ্য সরকারের কাছে একাধিকবার জিটিএ-র অডিট নিয়ে বলেছি । আমার মতে প্রতি বছর অডিট হওয়া দরকার ।’’

GTA Audit : জিটিএ-র অডিটের দাবিতে ফের সরব রাজ্যপাল, সমর্থন অনিত থাপার

2012 সালে জিটিএ তৈরির পর থেকে মাত্র একবার নির্বাচিত বোর্ড বসেছে । সেসময় জিটিএ চেয়ারম্যান ছিলেন বিমল গুরুং । এরপর পাহাড়ে জিটিএ নির্বাচন হয়নি । সেসময় থেকে প্রথমে প্রাক্তন মোর্চা নেতা বিনয় তামাং এবং পরে অনিত থাপাকে প্রশাসক হিসেবে বসায় রাজ্য সরকার । বর্তমানে দার্জিলিংয়ের জেলাশাসককেই জিটিএ-র প্রশাসক হিসেবে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Siliguri School Reopen: গড়ে 80 শতাংশ উপস্থিতি, শিলিগুড়িতে স্কুল খুলতেই উচ্ছ্বাসের বাঁধ ভাঙল পড়ুয়াদের

পাহাড় সফর চলাকালীনও জিটিএ-র অডিট নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন রাজ্যপাল । এমনকি তিনি জিটিএ-তে বড়সড় দুর্নীতির আশঙ্কা করছেন বলেও মন্তব্য করেছিলেন । এবার অমিত মিত্রকে রাজ্যের মুখ্য অর্থ উপদেষ্টা করার পর আরও একবার তাঁকেই জিটিএ অডিট নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.