Darjeeling Toy Train : অপেক্ষা শেষ, 3 দিন পরই শিলিগুড়ি ছেড়ে পাহাড়ে উঠবে টয়ট্রেন

author img

By

Published : Aug 22, 2021, 9:51 PM IST

Updated : Aug 22, 2021, 10:21 PM IST

s

ফের আগের মতো সমতল থেকে পাহাড় বেয়ে টয়ট্রেন ছুটবে জেনে উচ্ছ্বসিত পর্যটনমহল। তবে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলবে টয়ট্রেন ৷

দার্জিলিং, 22 অগস্ট : প্রতীক্ষার অবসান। অবশেষে শৈলরানির প্রকৃতির কোলে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উড়িয়ে চলতে চলেছে দার্জিলিংয়ের জগৎ বিখ্যাত খেলনা রেলগাড়ি । পুজোর আগেভাগে চালু হওয়ার কথা থাকলেও 25 অগস্ট থেকেই চালু হতে চলেছে শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা। এই মর্মে ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ। আগের মতোই নির্ধারিত সময়ে সমতল থেকে পাহাড়ের বেয়ে কোলে ছুটবে টয়ট্রেন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে মার্চ মাস থেকে বন্ধ রাখা হয়েছিল টয়ট্রেন পরিষেবা। যাতে করে পর্যটকদের পাশাপাশি পাহাড়ে করোনার সংক্রমণ বৃদ্ধি না পায়। যার জন্য জয় রাইডের ছয়টি পরিষেবা ও শিলিগুড়ি-নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে কার্শিয়াং তিনধারিয়া হয়ে দার্জিলিংয়ের ঘুম স্টেশন পর্যন্ত ন্যারো গেজের টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়। এরপর গত দেড় মাসে রাজ্যের পাশাপাশি দার্জিলিং জেলায় করোনার গ্রাফ নিম্নমুখী ৷ ফলে গত সপ্তাহে পাহাড়ে চালু হয়েছে ছটি জয় রাইড পরিষেবা ৷ বাতাসিয়া লুপ, ডিএইচআর মিউজিয়াম হয়ে ওই প্যাকেজ রেল পরিষেবা চালু করেছে রেল কর্তৃপক্ষ। তাতে পর্যটকদের মধ্যে ভাল সাড়া মেলায় এবার নিউ জলপাইগুড়ি থেকে ঘুম পর্যন্ত চালু হতে চলেছে টয়ট্রেন ৷ 25 অগস্ট পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর। ফের আগের মতো সমতল থেকে পাহাড় বেয়ে টয়ট্রেন ছুটবে জেনে উচ্ছ্বসিত পর্যটনমহল।

এদিন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ বলেন, "প্রথমে পুজোর আগে থেকে টয়ট্রেন পরিষেবা চালুর কথা থাকলেও পর্যটকদের জন্য তা এগিয়ে নিয়ে এসেছি আমরা। তবে কোভিড বিধি মেনে চলতে হবে।"

আরও পড়ুন: Darjeeling Toy Train: ভিস্তা ডোম কোচ থেকে পাহাড় দর্শন, দার্জিলিংয়ে ফের চালু হচ্ছে টয়ট্রেন

ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকালে এনজেপি থেকে দার্জিলিং যাবে একটি ট্রেন। একইভাবে দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে ছাড়বে একটি ট্রেন। প্রথম শ্রেণির কামরায় 32 টি বসার আসন থাকলেও স্বাস্থ্যবিধির জন্য 17 টি আসন থাকছে। আর সাধারণ কামরায় 40 টি বসার আসন থাকলেও আপাতত 29 টি আসন থাকবে। পর্যটকরা, পর্যটন সংস্থার কর্মীরা এবং রেল কর্মীরা যাতে করে স্বাস্থ্যবিধির বিষয়ে প্রশিক্ষিত হয়ে উঠতে পারেন, সেই লক্ষ্যেই এখন থেকে পরিষেবা চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে। এর ফলে পুজোর সময় পরিষেবা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষর কোনওরকম অসুবিধা হবে না ।

Last Updated :Aug 22, 2021, 10:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.