Bengal Safari : পুজোর মুখে খুলে গেল বেঙ্গল সাফারি পার্ক, খুশির হাওয়া পর্যটন মহলে

author img

By

Published : Sep 16, 2021, 3:06 PM IST

Bengal Safari

উত্তরের পর্যটনকেন্দ্রগুলির মধ্যে অন্যতম দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক এবং শিলিগুড়ি সংলগ্ন বেঙ্গল সাফারি পার্ক । বরাবরই এই দুই স্থানে পর্যটকদের ভিড় লেগেই থাকে । সবথেকে বেশি পর্যটকদের ঢল নামে পুজোর মরসুমে ।

শিলিগুড়ি, 15 সেপ্টেম্বর : পর্যটক মহলের দাবি মেনে বুধবার থেকেই খুলে গেল রাজ্যের সমস্ত চিড়িয়াখানা এবং সাফারি পার্ক । প্রায় সাড়ে চার মাস পর পুনরায় খোলা হল বেঙ্গল সাফারি পার্ক-সহ রাজ্যের অন্যান্য চিড়িয়াখানা এবং সাফারি পার্ক । রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশির হাওয়া পর্যটন মহলে । রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই রাজ্যের সমস্ত চিড়িয়াখানা এবং সাফারি পার্ক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল বন দফতর এবং জু অথরিটি । কিন্তু চলতি মাসে করোনার গ্রাফ কিছুটা নিম্নমুখী হওয়ায় এবং পুজো এসে পড়ায় পর্যটন শিল্পের কথা মাথায় রেখে ফের একবার অভয়ারণ্য এবং সাফারি পার্ক-সহ রাজ্যের সমস্ত চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । আর তাতেই স্বস্তি ফিরেছে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে ।

বুধবার বেঙ্গল সাফারি পার্ক খুলতেই শুরু হয়েছে পর্যটকদের আনাগোনা । তবে অবশ্যই কোভিড প্রোটোকল বা করোনার স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে পর্যটকদের । স্থানীয়রা তো বটেই মালদা, কোচবিহারের পাশাপাশি প্রতিবেশী রাজ্য বিহার থেকেও আসতে শুরু করেছেন পর্যটকরা । এর আগে উত্তরের পর্যটন শিল্পের হাল ফেরাতে টয়ট্রেন পরিষেবা, ভিস্তাডোম স্পেশাল ট্রেন এবং বন দফতরের অধীনে থাকা সমস্ত উদ্যান ও পার্কগুলি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছিল । এবার চিড়িয়াখানা এবং সাফারি পার্কগুলো খুলে দেওয়ায় পুজোর সামনে ওই সমস্ত পর্যটনকেন্দ্রগুলিকে কেন্দ্র করে উত্তরে পর্যটকের ঢল নামবে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা ।

উত্তরের পর্যটনকেন্দ্রগুলির মধ্যে অন্যতম দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক এবং শিলিগুড়ি সংলগ্ন বেঙ্গল সাফারি পার্ক । বরাবরই এই দুই স্থানে পর্যটকদের ভিড় লেগে থাকে । সবথেকে বেশি পর্যটকদের ঢল নামে পুজোর মরসুমে । পুজোর মুখে ওই দুই পর্যটন কেন্দ্র দু‘টি পুনরায় চালু হওয়ায় করোনার ফলে ক্ষতি হওয়া পর্যটন শিল্প কিছুটা হলেও ছন্দে ফিরবে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা । দীর্ঘ সাড়ে চার মাস বন্ধ থাকায় প্রায় 20 থেকে 25 লাখ টাকার ক্ষতি হয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষের । পুজোর মুখে পুনরায় সাফারি পার্ক চালু হওয়ায় ক্ষতির পরিমাণ অনেকটাই লাঘব হবে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ । বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ বলেন, "করোনার জেরে দীর্ঘ কয়েক মাস ঘরবন্দি সাধারণ মানুষ । আর বেঙ্গল সাফারি পার্ক খুলতেই পুজোর সামনে পর্যটকের ঢল নামবে বলে আশাবাদী আমরা ।"

পুজোর মুখে খুলে গেল বেঙ্গল সাফারি পার্ক

আরও পড়ুন : Afghanistan Crisis : আফগানিস্তানে রফতানি বন্ধ, ইতিমধ্যেই 20 কোটি টাকার ক্ষতি উত্তরবঙ্গের চা শিল্পে

বেঙ্গল সাফারি খুলতেই পর্যটকদের মুখে হাসি ফুটেছে ৷ বুধবারই সপরিবারে সাফারি পার্ক ঘুরে দেখেছেন মালদার নরেন সোরেন ৷ তিনি বললেন, "শিলিগুড়িতে কাজের সূত্রে এসেছিলাম । শুনলাম সাফারি পার্ক খুলছে । এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইনি । সপরিবারে পার্ক ঘুরতে চলে এসেছি । দীর্ঘ করোনার জেরে ঘরবন্দির পর প্রকৃতির কোলে ঘুরতে আসতে পেরে সত্যি খুব ভাল লাগছে ।" বিহারের মুঙ্গের থেকে আগত পর্যটক বর্ষা নীরজ বলেন, "বহুদিন থেকে বেঙ্গল সাফারি কথা শুনছিলাম । খুব কৌতুহল ছিল । সেই স্বপ্ন আজ পূরণ হল । করোনার জেরে যে ঘরবন্দি দশা ছিল তা থেকে আজ অনেকটাই রেহাই মিলছে আমাদের ।" স্থানীয় পর্যটক লিপিকা টুডু বলেন, "খবর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে চলে এলাম । সত্যিই খুব ভাল লাগছে ।"

উত্তরে পর্যটনের মূল কেন্দ্র দার্জিলিং চিড়িয়াখানা এবং বেঙ্গল সাফারি পার্ককে কেন্দ্র করেই পাহাড়ের পাশাপাশি তরাই ডুয়ার্সে পর্যটকের ঢল নামে । পর্যটন ব্যবসায়ীদের দাবি ছিল পুজোর মুখে যাতে অভায়ারণ্য-সহ সাফারি পার্ক এবং চিড়িয়াখানাগুলি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় । তাতে করোনার পরে ধাক্কা খাওয়া পর্যটন শিল্পকে ছন্দে ফেরাতে অনেকটাই গতি আনবে ওই পর্যটনকেন্দ্রগুলি ।

আরও পড়ুন : Kanchenjunga Stadium : দীর্ঘদিনের দাবি পূরণ, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হাতে নিল রাজ্য সরকার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.