ETV Bharat / state

Panchayat Polls in Darjeeling: দার্জিলিংয়ের দুর্গম পথ ধরে বুথের উদ্দেশে রওনা ভোটকর্মীদের

author img

By

Published : Jul 7, 2023, 3:17 PM IST

22 বছর পর দ্বিস্তর পঞ্চায়েত নির্বাচন হচ্ছে পাহাড়ে ৷ সেখানে অশান্তির বাতাবরণ নেই ৷ তবে আছে প্রাকৃতিক প্রতিকূলতা ৷ তাই শুক্রবার ভোর থেকেই দুর্গম পথ ধরে ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছেন ভোটকর্মীরা ৷

Panchayat Polls in Darjeeling
Panchayat Polls in Darjeeling

দার্জিলিংয়ের দুর্গম পথ ধরে বুথের উদ্দেশে রওনা ভোটকর্মীদের

দার্জিলিং, 7 জুলাই: শনিবার পঞ্চায়েত নির্বাচন । প্রস্তুতি তুঙ্গে এটা বলাইবাহুল্য । তবে ধসপ্রবণ দুর্গম পাহাড়ে নির্বাচন করা একটা বড় চ্যালেঞ্জ দার্জিলিং জেলা প্রশাসনের কাছে । কারণ, সন্ত্রাসের বাতাবরণ না থাকলেও প্রাকৃতিক প্রতিকূলতা রয়েছে । দুর্গম চড়াই উতরাই পথ আর ভারী বৃষ্টিপাত, এসবের মাঝেই নির্বাচন নিয়ে বেশ চিন্তিত জেলা প্রশাসন ।

দার্জিলিং জেলায় দুর্গম ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 14টি । যেখানে ভোটের দু’দিন বা ভোটের আগের দিন ভোরবেলায় পৌঁছে যেতে হয় ভোটকর্মীদের । কোথাও কোথাও রাস্তার পরিস্থিতি এতোটাই খারাপ যে কোনও গাড়ি চলাচল করতে পারে না । অগত্যা পায়ে হেঁটে ওইসব ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন ভোটকর্মীরা ।

সন্ত্রাসের নিরিখে এবার দার্জিলিং জেলায় স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 23টি । সেখানে মোতায়েন রাখা হবে রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও । 22 বছর পর রাজ্যের ওই পার্বত্য এলাকায় ভোট হচ্ছে । 514টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ওই 23 ভোটগ্রহণ কেন্দ্রে বিশেষ নজর দিচ্ছে জেলা প্রশাসন। এর বাইরে ওই দুর্গম বুথগুলি রয়েছে বিজনবাড়ি ব্লকে । ওই সব বুথে সাত থেকে দশ কিলোমিটার হেঁটে পৌঁছাতে হবে ভোটকর্মীদের । সবথেকে দূরের বুথ সেভকে । সেই জন্য শুক্রবার ভোর 5টা নাগাদই ওই সব ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন ভোটকর্মীরা । বৃষ্টি ও ধসের বিষয় নিয়ে অতিরিক্ত সতর্ক জেলা প্রশাসন । কারণ, বিজনবাড়ি ছাড়াও মিরিক, পুলবাজার এলাকায় ধসের ঘটনা ঘটে থাকে ।

Panchayat Polls in Darjeeling
ভোটকেন্দ্রে যাওয়ার আগে ভোটকর্মীরা৷ শুক্রবার দার্জিলিংয়ে৷

ভোটকেন্দ্রে পৌঁছাতে শনিবার সকাল থেকেই দার্জিলিংয়ের ডিসিআরসিতে ভোটকর্মীদের মধ্যে প্রস্তুতি দেখা গেল তুঙ্গে । কার্শিয়াং ব্লকের সেন্ট আলফান্সো স্কুলে দেখা গেল সেই প্রস্তুতি । ভোট বাক্স, তারপোলিন, কারবোলিক অ্যাসিড, টর্চ, ইমার্জেন্সি লাইট, ব্যালট পেপার নিয়ে ভোট কর্মীদের দেখা যায় সেইসব ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে ।

আরও পড়ুন: নিবার্চনের দিন পাহড়ে ভারী বৃষ্টি, ধসের আশঙ্কা; ভোট করানো নিয়ে চিন্তায় প্রশাসন

রিটার্নিং অফিসার লক্ষ্মণ বিশ্বাস বলেন, "খুব ভালো প্রস্তুতি চলছে । ভোটকর্মীরা নিজেদের সামগ্রী বুঝে ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছে । বৃষ্টি একটু সমস্যা হলেও সেরকম সমস্যা হয়নি । সুষ্ঠভাবেই সব চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.