ETV Bharat / state

Raju Bista Meets Ashok Bhattacharya: অশোক ভট্টাচার্যর সঙ্গে সাক্ষাৎ বিজেপি সাংসদ রাজু বিস্তার, রাজনৈতিক মহলে জল্পনা

author img

By

Published : Oct 25, 2022, 3:45 PM IST

Updated : Oct 25, 2022, 5:07 PM IST

শিলিগুড়ির সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন বিজেপি সাংসদ রাজু বিস্তা (Raju Bista Meets Ashok Bhattacharya) ৷ বিষয়টি সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন তাঁরা ৷ তবে এই নিয়ে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল (political controversy sparks as Raju Bista met Ashok Bhattacharya) ৷

ETV Bharat
Raju Bista with Ashok Bhattacharya:

শিলিগুড়ি, ২৫ অক্টোবর: শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের (CPM Leader Ashok Bhattacharya)বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা (BJP MP Raju Bista meets CPM Leader Ashok Bhattacharya) । সোমবার বিকেলে দার্জিলিঙের সাংসদ অশোক ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন । সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ-সহ 15 জন বিজেপি নেতা । দুই তরফেই বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হয়েছে ৷ তবে রাজনৈতিক মহলে জল্পনা চলছে ৷ তৃণমূলের দাবি, এই সাক্ষাতের পিছনে রাজনীতি রয়েছে ৷

গত বছর প্রয়াত হয়েছেন অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য ৷ 30 অক্টোবর তাঁর প্রয়াণ দিবসের অনুষ্ঠান আছে । বিজেপির দাবি, সেই অনুষ্ঠানে সাংসদ রাজু বিস্তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল । কিন্তু তিনি সেদিন থাকতে পারবেন না বলে আগে গিয়ে অশোক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে এসেছেন । হয়েছে দীপাবলির শুভেচ্ছা বিনিময় ৷ গেরুয়া শিবিরের দাবি, এটা সৌজন্য সাক্ষাৎই ৷ রাজনীতি প্রসঙ্গে কোনও আলোচনা হয়নি (political controversy sparks as Raju Bista met Ashok Bhattacharya) ৷

আরও পড়ুন: মমতার কালীপুজোয় হাজির থাকলেও যজ্ঞে ঘৃতাহুতি দিলেন না অভিষেক

অন্যদিকে অশোক ভট্টাচার্য এই সাক্ষাৎ প্রসঙ্গে বলেন, "আমার স্ত্রীয়ের প্রয়াণ দিবসের অনুষ্ঠানের জন্য রাজু বিস্তকে আমন্ত্রণ পাঠান হয়েছিল ৷ কিন্তু উনি সেদিন থাকতে পারছেন না বলে জানিয়েছেন । তাই দেখা করে গেলেন ৷ তবে রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি ৷ তবে সামান্য কথা হয়েছে দেশ ও রাজ্যের অর্থনীতি প্রসঙ্গে ৷ 54 বছর ধরে কমিউনিস্ট পার্টি করছি । আমার রাজনীতি অতো ঠুনকো নয় ।"

বিজেপি সাংসদ রাজু বিস্তার কথায়,"শিলিগুড়ি নিয়ে যাঁরা ভাবেন তাঁদের অনেকের সঙ্গেই কথা হয় । গৌতম দেবের সঙ্গেও কথা হয় । যদিও এর আগেও অশোক ভট্টাচার্যের বাড়িতে এসে দেখা করেছি । অশোকদা দীর্ঘদিনের মন্ত্রী, মেয়র ছিলেন । তাঁর অভিজ্ঞতা আমাদের অনেক কাজ করতে সুবিধা করে ।" যদিও বিজেপি সাংসদ ও সিপিএম নেতার এই সাক্ষাতের পিছনে রাজনীতি রয়েছে বলেই মনে করছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । তিনি বলেন, "পুরোটাই পরিকল্পিত । শঙ্কর ঘোষকে আগে বিজেপিতে পাঠিয়েছেন উনি । বিজেপির সঙ্গে মিলে গেম প্ল্যান হচ্ছে ।"

Last Updated : Oct 25, 2022, 5:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.