Child fever : উত্তরবঙ্গে মেডিক্যালে ফের এক শিশুর মৃত্যু

author img

By

Published : Sep 23, 2021, 10:38 PM IST

ছবিটি প্রতীকী

21 সেপ্টেম্বর ওই শিশুকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় । সেদিনই ওই শিশুটির রক্ত ও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয় । রিপোর্ট আসলে জানা যায় ওই শিশুটি আরএস ভাইরাস ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ।

শিলিগুড়ি, 23 সেপ্টেম্বর : চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতে ফের জ্বরে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু । বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হল আরও এক শিশুর । জ্বরে আক্রান্ত হয়ে এই নিয়ে দুজন শিশুর মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । পাশাপাশি ক্রমে বেড়েই চলেছে জ্বরে আক্রান্ত হওয়া শিশুর সংখ্যা । বুধবারই বিপাশা সিংহ নামে এক শিশুর মৃত্যু হয় ৷

মৃত শিশুর নাম মনু শাহ। বয়স চার মাস । উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটি শিলিগুড়ি পৌরনিগমের 8 নম্বর ওয়ার্ডের প্রধাননগর এলাকার কুলিপাড়ার বাসিন্দা । 21 সেপ্টেম্বর ওই শিশুকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় । সেদিনই ওই শিশুটির রক্ত ও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয় । রিপোর্ট আসলে জানা যায় ওই শিশুটি আরএস ভাইরাস ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে । সঙ্গে শিশুটির প্রবল শ্বাসকষ্ট ছিল । পিডিয়াট্রিক্স বিভাগ থেকে শিশুটির শ্বাসকষ্ট থাকায় আইসিইউতে স্থানান্তরিত করা হয় । কিন্তু বৃহস্পতিবার বিকেলে ওই শিশুটির মৃত্যু হয় ।

আরও পড়ুন, Malda Medical : জ্বরে নয়, রক্তের সংক্রমণে মৃত এক; ছ’দিনে মালদা মেডিক্যালে মৃত্যু 8 শিশুর

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, "এই নিয়ে দ্বিতীয় শিশুর জ্বরে মৃত্যু হয়েছে । তবে উদ্বেগজনক কিছু নেই । শিশুটিকে একদম শেষ সময়ে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল । শিশুটিকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল।"

শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়তেই উদ্বেগে স্বাস্থ্য দফতর । ইতিমধ্যে পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হয়েছে শয্যার সংখ্যা । জলপাইগুড়ি জেলাতে মৃত্যু হয়েছে চার শিশুর । বর্তমানে হাসপাতালে 52 জন শিশু জ্বর নিয়ে চিকিৎসাধীন রয়েছে । তার মধ্যে সাতজন শিশুকে বিভিন্ন হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে । চব্বিশ ঘণ্টায় নতুন করে 29 জন শিশুকে হাসপাতালে ভর্তি হয়েছে । বুধবারই শিলিগুড়ির খড়িবাড়ির বাসিন্দা বিপাশা সিংহ নামে এক শিশুর জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.