ETV Bharat / state

বাড়িতে বসে অনলাইনে কীভাবে মিলবে মদ ?

author img

By

Published : May 6, 2020, 2:03 PM IST

Liquor Shop
মদের দোকান

লকডাউনে এবার থেকে ঘরে বসেই মিলবে পছন্দের মদ । কিন্তু কীভাবে ? জানাল আবগারি দপ্তর ।

শিলিগুড়ি, 6 মে : অনলাইনে মদ বিক্রিতে সায় দিয়েছে রাজ্য । চলতি সপ্তাহ থেকেই ঘরে বসে অনালাইনে মিলবে মদ । কিন্তু কীভাবে পাবেন অনলাইনে মদ?

আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ব্যবস্থায় মদ পেতে আপনাকে বেশ কয়েকটি পদক্ষেপ করতে হবে । পূরণ করতে হবে একটি ফর্ম । প্রথমেই আপনাকে যেতে হবে রাজ্যের আবগারি দপ্তরের ওয়েবসাইট excise.wb.gov.in-এ । সেখানেই রয়েছে ই-বেভকো নামের একটি ট্যাব । সেখানে ক্লিক করলে রিটেল সংক্রান্ত আর একটি ট্যাব মিলবে । সেখানে ক্লিক করে নিজের পরিচয় হিসেবে প্রথমেই জানাতে হবে আপনি অনলাইনে মদ কিনতে ইচ্ছুক । এরপর নিজের নাম, বয়স, মোবাইল নম্বর ও ইমেল আইডি লিখে ফর্ম পূরণ করতে হবে । তখন আপনার মোবাইল নম্বরে আসবে একটি OTP । তারপর তা ব্যবহার করে কিনতে পারবেন অনলাইনে মদ ।

ফর্ম পূরণের ক্ষেত্রে আপনাকে মোবাইলেই জানিয়ে দিতে হবে আপনার ঠিকানার ভৌগোলিক অবস্থান । শিলিগুড়িতে আবগারি বিভাগের কর্তারা বলেন, "আমরা ইতিমধ্যেই বিভিন্ন দোকানগুলিকে এই সাইটের অধীনে রেজিস্ট্রেশন করানোর কাজ শুরু করেছি । তা সম্পন্ন হলে যে কেউ সাইটে ঢুকে কাছাকাছি দোকান থেকে মদের হোম ডেলিভারির জন্য অর্ডার দিতে পারবেন । ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সরকারি দরেই মদ পৌঁছে দেবেন বিক্রেতারা । আগামীতে অনলাইন পেমেন্টের মাধ্যমেও মদের অর্ডার দেওয়া যাবে ওই সাইটের মাধ্যমেই । ইতিমধ্যেই ব্যবস্থাটি চালু করতে মদের দোকানগুলোকে রেজিস্ট্রেশন করানোর পাশাপাশি তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করা হয়েছে । আগামী এক সপ্তাহের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করে মদের হোম ডেলিভারি শুরু করে দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.