Child Fever : জলপাইগুড়ির পর শিলিগুড়িতে উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের জ্বর

author img

By

Published : Sep 14, 2021, 8:10 PM IST

Child Fever

উত্তরবঙ্গ মেডিক্যালে জ্বর, সর্দি এবং পেটে ব্যথা নিয়ে 130 জন শিশু এবং শিলিগুড়ি জেলা হাসপাতালে 70 জন চিকিৎসাধীন রয়েছে ।

শিলিগুড়ি, 14 সেপ্টেম্বর : জলপাইগুড়ির পাশাপাশি শিলিগুড়িতে বেড়ে গিয়েছে শিশুদের জ্বর, সর্দি এবং পেটে ব্যথায় আক্রান্তের সংখ্যা । এতে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর । স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে শিশুরা কোন ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছে, তা জানতে তাদের লালারস এবং নাকের রসের নমুনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

শিলিগুড়ি জেলা হাসপাতালের পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশুদের জ্বরে আক্রান্তের সংখ্যা গত 15 দিনে প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । তবে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেক শিশুরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে । সব থেকে বেশি উদ্বেগের বিষয় হল, করোনা বা ডেঙ্গুতে ওইসব শিশুরা আক্রান্ত না হলেও তাদের প্লেটলেটের সংখ্যা কমে চলেছে । এতে আরও বেশি চিন্তিত হয়ে পড়েছে জেলা স্বাস্থ্য বিভাগ । এরই মধ্যে জলপাইগুড়ি এবং শিলিগুড়ির পাশাপাশি উত্তরবঙ্গে শিশুদের এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারের কাছে তদ্বির করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ।

জলপাইগুড়ি থেকে চার শিশুকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । সোমবার দুপুরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিকুতে চিকিৎসাধীন নয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নুসরত আলি নামে ওই শিশুটি জলপাইগুড়ির রাজডাঙ্গার বাসিন্দা । সে হৃদরোগে আক্রান্ত ছিল । 11 সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিল ।

আরও পড়ুন : Fever in Children : জলপাইগুড়ি সদর হাসপাতালে মৃত্যু 2 শিশুর, উত্তরবঙ্গ মেডিক্যালে আরও এক

অন্যদিকে, জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জ্বর, সর্দি এবং পেটে ব্যথা নিয়ে 130 জন শিশু এবং শিলিগুড়ি জেলা হাসপাতালে 70 জন চিকিৎসাধীন রয়েছে । পাশাপাশি যেখানে প্রতিমাসে গড়ে 60 থেকে 70 জন শিশু হাসপাতালের বহির্বিভাগ এবং ইনডোরে চিকিৎসা করাতে আসত, সেই সংখ্যা এখন বেড়ে প্রায় তিনশোতে ঠেকেছে । উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে সেই সংখ্যা বেড়ে প্রায় চারশো থেকে পাঁচশোতে গিয়ে পৌঁছেছে ।

শিলিগুড়ি জেলা হাসপাতালের শিশু বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান চিকিৎসক সুবীর ভৌমিক বলেন, "গত একমাসের মতো সময়ে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে । সেইমতো আমরা হাসপাতালে পরিকাঠামো তৈরি করছি । কোন ভাইরাস জ্বরে শিশুরা আক্রান্ত হচ্ছে, তা জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আলোচনা চলছে ৷ প্রয়োজনে শিশুদের লালা রস এবং নাকের রসের নমুনা পাঠানো হবে । কোনও শিশু যদি জ্বরে আক্রান্ত হয় তবে তৎক্ষণাৎ যেন হাসপাতালের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন অভিভাবকরা ।"

করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদেরই সবথেকে বেশি সংক্রমিত হওয়ার আশঙ্কা ছিল । তারই মাঝে এই ধরনের ভাইরাস জ্বরে শিশুদের আচমকা আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যথেষ্ট চিন্তায় স্বাস্থ্য আধিকারিকরা ।

আরও পড়ুন : Fever in Children : জলপাইগুড়িতে একসঙ্গে 130 শিশুর জ্বর, নমুনা যাচ্ছে কলকাতায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.