ETV Bharat / state

Dilip Ghosh on WB: নিশীথ প্রামাণিকের উপর হামলা! বাংলায় 356 ধারা জারির পরিস্থিতি, জানালেন দিলীপ ঘোষ

author img

By

Published : Feb 26, 2023, 8:31 AM IST

শনিবার দুপুরে দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ এদিন সন্ধ্য়ায় শিলিগুড়িতে একটি কর্মসূচিতে দিলীপ ঘোষ জানালেন, সরকার যদি সরকার চালাতে না-পারে, তাহলে সরকার রেখে লাভ কী (Dilip Ghosh reaction over Nisith Pramanik attack) ?

Dilip Ghosh
দিলীপ ঘোষ

নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় 356 ধারা জারির কথা তুললেন দিলীপ ঘোষ

শিলিগুড়ি, 26 ফেব্রুয়ারি: বাংলায় 356 ধারা লাগু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে ৷ শনিবার কোচবিহারের দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নীশিথ প্রামাণিকের গাড়ি আক্রান্ত হয় ৷ এতে রাজ্যের ভূমিকার কড়া সমালোচনা করলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ এদিন রাতে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের আশিঘর এলাকায় চায়ে পে চর্চা কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ (Dilip Ghosh claims section 356 over Nisith Pramanik attack in Dinhata) ৷

দলীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে ওই কর্মসূচি ৷ এদিন কর্মসূচিতে দিলীপ ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী-সহ অন্য দলীয় কর্মী-সমর্থকরা ৷ শনিবার দুপুরে দিনহাটার বুড়িহাটে নিশীথ প্রামাণিককে লক্ষ্য করে বোমা ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ তাঁর গাড়ির কাচ ভেঙে যায় ৷ পুলিশের ব্যারিকেড থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটে ৷ তাই স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ৷ এর জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে বঙ্গ বিজেপি ৷

আরও পড়ুন: উত্তপ্ত দিনহাটা, ভাঙল নিশীথ প্রামাণিকের গাড়ির কাঁচ; এলাকায় বোমাবাজি

শনিবার সন্ধ্যায় চায়ে পে চর্চা কর্মসূচিতে রাজ্য ও রাজ্যের পুলিশকে একপ্রকার তুলোধোনা করেন দিলীপ ঘোষ ৷ সাংবাদিকদের তিনি বলেন, "এর আগে বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি থেকে শুরু করে আমার উপরও হামলা করা হয়েছে ৷ বিরোধীদের উপর আক্রমণ হওয়াটা কোনও নতুন বিষয় নয় ৷ যতদিন যাচ্ছে তৃণমূলের যেসব নেতারা দুর্নীতিতে জড়িত, তাঁরা গ্রেফতার হচ্ছেন ৷ দল আর সরকারে কোনও নিয়ন্ত্রণ নেই ৷ মুখ্যমন্ত্রী নেতা আর দল বাঁচাতে লেগে রয়েছেন ৷"

এরপর পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "যতই পঞ্চায়েত নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, ততই মুখ্যমন্ত্রীর চিন্তা বাড়ছে ৷ বিরোধীদের সরিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে ৷ যে রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীর কোনও নিরাপত্তা নেই, সেই রাজ্যে কোনও পুলিশ-প্রশাসন নেই ৷ সরকার থাকলেও তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই ৷" এরপরই তিনি বলেন, "আমার মনে হয়, রাজ্যে 356 ধারা জারি হওয়ার পরিবেশ তৈরি হয়েছে ৷ কেন্দ্র মানবে কি না সেটা অন্য কথা কিন্তু পরিস্থিতি এরকম তৈরি হয়ে আছে ৷ এই সরকার যদি চালাতে না পারে, তাহলে রেখে কী লাভ ? সবকিছু পূর্ব-পরিকল্পিত ৷ সরকারকে বুঝতে হবে, ধমকাতে হবে ৷ না হলে সরকারকে হঠাতে হবে ৷"

আরও পড়ুন: 'নিশীথের গুন্ডামির খেসারত দিতে হবে বিজেপি কর্মীদের, বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না', ফের বেলাগাম উদয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.