ETV Bharat / state

BJP MP Slams Mamata Govt: উত্তরপ্রদেশের মতো বাংলায় বুলডোজার সরকারের প্রয়োজন, দাবি সাংসদ রাজু বিস্তার

author img

By

Published : May 5, 2023, 1:08 PM IST

বৃহস্পতিবার দার্জিলিংয়ে বিজেপির এক অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সাংসদ রাজু বিস্তা ৷ সেখানেই তিনি প্রশ্ন তোলেন বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৷ সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের ৷

BJP MP Slams Mamata Govt
BJP MP Slams Mamata Govt

উত্তরপ্রদেশের মতো বাংলায় বুলডোজার সরকারের প্রয়োজন, দাবি সাংসদ রাজু বিস্তার

দার্জিলিং, 5 মে: বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করলেন দার্জিলিংয়ের সাংসদ বিজেপির রাজু বিস্তা ৷ তাঁর মতে, "বাংলার যা আইন শৃঙখলা, তাতে উত্তরপ্রদেশের মতো বুলডোজার সরকারের প্রয়োজন । তাও অন্তত 15 বছরের জন্য ।"

তিনি রাজ্য পুলিশের বিরুদ্ধেও বড়সড় অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, "পুলিশ আইন ও সংবিধান মানছে না । সেটা বড় দুর্ভাগ্যজনক ।’’ এর সঙ্গে তাঁর সংযোজন, ‘‘পুলিশের কাছে মুখ্যমন্ত্রী আর তৃণমূল কংগ্রেসের নেতারা যা বলছে সেটাই আইন আর সংবিধান । এভাবে রাজ্য চলতে পারে না । তৃণমূল কংগ্রেসের শাসনে আইনশৃঙ্খলা ঠিক নেই ।’’

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে মূলত তিনটি ঘটনাকে কেন্দ্র করে ৷ সেগুলি হল - উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু, সেখানে এক বিজেপি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ ও পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগের ঘটনায় ৷

কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ঘটনাটিতে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে বিজেপি আগেই তোপ দেগেছে রাজ্য সরকারের বিরুদ্ধে ৷ তার পরই সেখানে এক বিজেপি কর্মীকে হত্যা করার অভিযোগ ওঠে ৷ এই নিয়ে উত্তরবঙ্গে 12 ঘণ্টার বনধ ডাকে বিজেপি ৷ সেই ঘটনার রেশ মেটার আগেই ময়নায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ওঠে ৷

এই নিয়ে বিজেপি সরব ৷ ময়নায় বনধও পালন করে গেরুয়া শিবির ৷ সেখানে বৃহস্পতিবারই মিছিল করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পথে নেমেছেন সেখানকার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা ৷ এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার দার্জিলিংয়ে দলের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ ৷

তবে তাঁর এই বক্তব্য মানতে নারাজ তৃণমূল কংগ্রেস ৷ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী বলেন, "পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের থেকে অনেক বেশি শান্ত ও নিরাপদ । আর সাংসদ রাজু বিস্তা-সহ বিজেপি নেতারা এখন দুর্ঘটনাগুলিকে ইস্যু করে ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন । এসবে কোনও লাভ হবে না ।"

আরও পড়ুন: 'তফশিলি জাতির ভোট পেয়েই মমতাকে হারিয়েছি', বিজয়কৃষ্ণর স্মরণসভায় দাবি শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.