Gorkhaland: গোর্খাল্যান্ডের দাবিতে অনশনে অনড় এসপি শর্মা, ফেরালেন মহকুমা শাসককে

author img

By

Published : Aug 6, 2021, 6:05 PM IST

abgl leader s p sharma continues hunger strike in demand of separate gorkhaland

গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবিতে আমরণ অনশনে (Indefinite Fast) অনড় এসপি শর্মা (S P Sharma) ৷ দার্জিলিংয়ের (Darjeeling) মহকুমা শাসক তাঁর সঙ্গে দেখা করে অনশন প্রত্যাহারের আবেদন জানালেও, তাঁর প্রস্তাব ফিরিয়ে দেন এবিজিএল (ABGL) নেতা ।

দার্জিলিং, 6 অগস্ট: আমরণ অনশন (Indefinite Fast) প্রত্যাহার করার আবেদন জানিয়েও খালি হাতে ফিরতে হল দার্জিলিংয়ের (Darjeeling) মহকুমা শাসককে । পৃথক গোর্খাল্যান্ড (Gorkhaland) রাজ্যের দাবিতে এবং পাহাড়ের সমস্যা সমাধানে রাজু বিস্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আমরণ অনশন করছেন অখিল ভারতীয় গোর্খা লিগের (ABGL) ভারতী তামাং গোষ্ঠীর সভাপতি এসপি শর্মা (S P Sharma)। শুক্রবার তাঁর অনশন ষষ্ঠ দিনে পড়েছে।

এর আগে অনশন মঞ্চে তাঁর সঙ্গে দেখা করেছেন গোর্খা জনমুক্তি মোর্চা 2-এর কার্যকরী সভাপতি অনিত থাপা, জন আন্দোলন পার্টির (জাপ) চেয়ারম্যান হরকা বাহাদুর ছেত্রী ও মোর্চা নেতা বিমল গুরুং (Bimal Gurung)। প্রত্যেকেই অনশন আন্দোলনে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন ।

আরও পড়ুন: জঙ্গলমহলকে ধন্যবাদ জানাতে দু’দিনের সফরে সোমবার ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী

কিন্তু এ দিন তাঁর অনশন তোলার আবেদন জানাতে অখিল ভারতীয় গোর্খা লিগের দলীয় কার্যালয়ে যান দার্জিলিংয়ের মহকুমা শাসক দুলেন রায় । সঙ্গে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটও ছিলেন । তাঁরা এসপি শর্মাকে অনশন প্রত্যাহার করে হাসপাতালে ভর্তি হওয়ার আবেদন করেন ৷ কিন্তু এসপি শর্মা অনশন প্রত্যাহার করবেন না বলে সাফ জানিয়ে দেন ।

আরও পড়ুন: চুক্তিভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের স্থায়ীকরণের দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ

এবিজিএল-এর অনশনকে সামনে রেখে পাহাড়ে বিজেপি-বিরোধী একটি রাজনৈতিক জোট তৈরি হচ্ছে । ইতিমধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও রাজনৈতিক দল বিজেপি-বিরোধী ঐক্য গড়তে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছে । 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপি-বিরোধী শক্তি বৃদ্ধিতে এই অনশন অনেকটা কার্যকরী হবে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.