ETV Bharat / state

Ganja Seized: ট্রাকের গোপন চেম্বারে পাচারের ছক ! পুলিশি অভিযানে উদ্ধার 2 কুইন্টাল গাঁজা, গ্রেফতার 2

author img

By

Published : May 26, 2023, 10:00 PM IST

ETV Bharat
ধৃত দুই

সিনেমার কায়দায় পাচারের ছক বানচাল করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ৷ ধৃত ভিন রাজ্যের দুই যুবক ৷ শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকার ঘটনা ৷

শিলিগুড়িতে 2 কুইন্টাল গাঁজা উদ্ধারের ঘটনায় ধৃত দুই

শিলিগুড়ি, 26 মে: দক্ষিণী ছবি পুষ্পার কথা মনে আছে ? যেখানে দুধের ট্যাঙ্কার কিংবা ট্রাকে আলাদা চেম্বার বানিয়ে চন্দন কাঠ পাচার হতে দেখা গিয়েছে । আর এবার সেই সিনেমারই পাচারের কায়দা নকল করে বিপুল পরিমাণ মাদক পাচারের পরিকল্পনা করেছিল পাচারকারীরা ৷ ট্রাকের পিছনে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচারের সেই পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ । ঘটনায় গ্রেফতার দুই । ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

ঘটনাটি শিলিগুড়ির । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানার পুলিশের অভিযানে উদ্ধার করা হয় 2 কুইন্টাল 23 কেজি গাঁজা । সূত্র মারফত খবর পেয়ে শুক্রবার ভোররাতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় অভিযান চালায় এনজেপি থানার পুলিশ । সন্দেহভাজন একটি ট্রাককে আটক করে তল্লাশি চালানো হয় । শুরুতে আপাতদৃষ্টিতে মনে হয়েছিল ট্রাকটি খালি । এরপরেই ভালো করে তল্লাশি চালানোর পর দেখা যায় সেখানে একটি গোপন চেম্বার রয়েছে । তা থেকেই উদ্ধার হয় প্রায় 2 কুইন্টাল 23 কেজি গাঁজা । যার আনুমানিক বাজারমূল্য প্রায় 34 লক্ষ টাকা । ঘটনায় গ্রেফতার করা হয় নীতিশ কুমার এবং মহম্মদ সালাম নামে দুই যুবককে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা দুজনেই বিহারের বেগুসাইয়ের বাসিন্দা ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মণিপুর থেকে ত্রিপুরার আগরতলা হয়ে বিহারের উদ্দেশ্যে ওই বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক ছিল ধৃতদের । পুলিশ জানিয়েছে, একটি 12 চাকার খালি ট্রাকের গোপন চেম্বারে করে গাঁজা পাচারের ছক কষা হয়েছিল । তবে গাঁজা পাচারের ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন : অয়েল ট্যাঙ্কারে গাঁজা! উনাকোটি থেকে বাজেয়াপ্ত 3 হাজার কেজি; বাজারদর 6 কোটি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.