ETV Bharat / state

কুশমণ্ডিতে রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

author img

By

Published : May 2, 2020, 8:47 PM IST

villagers protest for ration in kushmandi , south dinajpur
কুশমন্ডিতে রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে মালিককে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

ফের রেশনে সামগ্রী কম দেওয়ার অভিযোগ উঠল ৷ দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের 3 নম্বর উদয়পুর গ্রাম পঞ্চায়েতের কান্দহ এলাকায় 158 নম্বর রেশন দোকানের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে ৷ আজ গ্রামবাসীরা রেশন দোকানের মালিক আবদুল মান্নানকে ঘিরে বিক্ষোভ দেখায় ৷

কুশমণ্ডি, 2 মে : ফের রেশনে সামগ্রী কম দেওয়ার অভিযোগ উঠল ৷ দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের 3 নম্বর উদয়পুর গ্রাম পঞ্চায়েতের কান্দহ এলাকায় 158 নম্বর রেশন দোকানের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে ৷ আজ গ্রামবাসীরা রেশন দোকানের মালিক আবদুল মান্নানকে ঘিরে বিক্ষোভ দেখায় ৷

মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল লকডাউনে রেশম সামগ্রী বণ্টনের ৷ কিন্তু সঠিক পরিমাণে চাল আটা না পাওয়া গ্রামবাসীরা বিক্ষোভ দেখান ৷ এমনকি ঘরের মধ্যে আটকে রাখেন রেশন মালিককে । ঘটনাস্থানে আসেন কুশমণ্ডি থানার পুলিশ ও কুশমণ্ডি ব্লক ফুড সাপ্লাই ইনস্পেক্টর শুভাশিস নান্নাশি ও উদয়পুর গ্ৰাম পঞ্চায়েত প্রধান আবদুর রাজ্জাক ৷ গ্রামবাসীরা দাবি জানান, এই রেশন মালিকের কঠোরতম শাস্তি চান তারা ।

গ্রামবাসীদের অভিযোগ, এর আগে এপ্রিল মাসে রেশন সামগ্রী নিয়ে অভিযোগ উঠেছিল রেশন দোকানের ওই মালিক আবদুল মান্নানের বিরুদ্ধে । ব্লক প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি । ওই রেশন দোকানের মালিক আব্দুল মান্নান সংবাদ মাধ্যমের কাছেও মুখ খুলতে চাননি । গ্রামবাসীদের একাংশের ধারণা, ব্লক প্রশাসন সব জেনে শুনেও কোনও ব্যবস্থা নেয়নি ৷ তবে ব্লক প্রশাসন আগামীদিনে কোনও ব্যবস্থা না নিলে গ্রামবাসীদের পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হবে ৷ এমনকী ব্লকের সামনে ধর্না দেবে বলেও জানিয়েছেন গ্রামবাসীরা ।

এপ্রসঙ্গে গ্রামবাসী অরুপ হালদার বলেন, " আজ কান্দহ এলাকায় সকাল থেকে রেশন সামগ্রী নিয়ে নানা অভিযোগ ওঠে । 49 কিলো চাল পাওয়ার কথা ৷ সেখানে 35 কিলো চাল দেওয়া হয়েছে ৷ কেউ 25 কেজি চাল পাবে সেখানে 20 কিলো চাল দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে । এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ঠিক মত খেতে পারছে না ৷ গরিব মানুষদের চাল মেরে খাওয়ার জন্য এই রেশন ডিলারের শাস্তি চাই । " যদিও এবিষয়ে কুশমণ্ডি ব্লক প্রশাসন ও ফুড সাপ্লাই আধিকারিক কোনও মন্তব্য করতে চাননি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.