ETV Bharat / state

লকডাউনে দুই মহিলা ফুটবলার খেলা ছেড়ে বাড়ির কাজে

author img

By

Published : May 31, 2020, 11:12 PM IST

Two female footballers from Kushmondi
লকডাউনে বাড়িতে খোজ মেজাজে কুশমণ্ডির দুই মহিলা ফুটবলার

লকডাউনে কুশমণ্ডির দুই সোনার মেয়ে ফুটবলারের সময় কাটছে বাড়িতে । সংসারের কাজে সাহায্য করার পাশাপাশি শরীর ফিট রাখার চেষ্টা ।

কুশমণ্ডি, 31 মে : একজন গোলকিপার তো অপরজন ক্যাপ্টেন । দু-জনেই ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল সিনিয়র দলের সক্রিয় ফুটবলার । দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত গ্রাম কুশমণ্ডির গর্ব এই দুই মহিলা ফুটবলার । ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন সুনীতা সরকার, অপরজন গোলকিপার বুলি রায় । সুনীতার বাড়ি পুপুড়ায় এবং তেলিবাড়িতে বুলির বাড়ি ।

কোরোনা মোকাবিলায় লকডাউন জারি হওয়ার পরে 18 মার্চ বাড়ি ফিরে আসেন সুনীতা ও বুলি । প্রাকটিসের জন্য যেতে পারছেন না কলকাতায় । তাই বলে কী ফুটবল প্রাকটিস ছেড়ে দেবে সুনীতা-বুলিরা ! বাড়িতেই প্রাকটিস চালিয়ে যাচ্ছেন ।আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, মায়ের হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছেন ।

কুশমণ্ডিতে কোরোনা আক্রান্তের হদিস মিলেছে । তার জন্য বাড়ি থেকে আপাতত বেরোচ্ছেন না । বাড়ির চৌহুদ্দিতেই চলছে ফুটবলের চর্চা । কলকাতার চারুচন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সুনীতা পড়াশুনাতেই মন দিয়েছেন । তবে, মায়ের সঙ্গে ধান সিদ্ধ করে শুকাতে যেমন ব্যস্ত, তেমনই বাবা-ভাইদের সঙ্গে ধান ভাঙছেন । বাবা ক্ষীরোদ সরকার বলেন, "মেয়ের কাছে ফুটবলই সব । লকডাউনের জন্য কলকাতায় প্রাকটিস করতে যেতে পারছে না । আবার বৃষ্টির কারণে মাঠেও যেতে পারছে না । তবে কোচদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রয়েছে । সেখানেই মিলছে কোচদের পরামর্শ ।"

শরীর ফিট রাখতে সাংসারিক কাজের ফাঁকে বাড়িতে প্রাকটিস করছে গোলকিপার বুলি সরকার । কোচদের পরামর্শ নিয়ে শরীরচর্চা করছেন । সঙ্গে গ্রামের ছেলে মেয়েদের শরীর চর্চা শেখাচ্ছেন । এভাবেই কেটে যাচ্ছে বুলির সময় । বুলি জানান, "বাড়িতে সময় দিতে পারতাম না আগে । লকডাউন জারি হওয়ায় বাড়িতেই কাটছে সময় । পরিবারের সদস্যদের সঙ্গে খোশ মেজাজে রয়েছি ।"

কুশমণ্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস সুনীতা-বুলির সম্পর্কে জানান, "সুনীতা-বুলি আমাদের গর্ব, দুই সোনার মেয়ে । ওদের পাশে আমরা সবসময় আছি ।" ভুপেন্দ্রনাথ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যজিৎ সরকার বলেন, "আমার বিদ্যালয়ের দুই সোনার ছাত্রী সুনীতা ও বুলি । লকডাউনের জেরে গৃহবন্দী । তবু দ্বিগুণ উৎসাহে বাড়িতেই চলছে ফুটবল চর্চা । আমি চাই, ভবিষ্যতে আরও বড় খেলোয়াড় হোক ওরা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.