Sukanta Slams Mamata: শীঘ্রই পার্থর সঙ্গে জেলে দেখা হবে মলয়ের, কটাক্ষ সুকান্তের; বাগুইআটি নিয়ে দুষলেন মমতাকে

author img

By

Published : Sep 7, 2022, 3:59 PM IST

Updated : Sep 7, 2022, 4:54 PM IST

Sukanta Majumdar slams state govt over Moloy Ghatak  and Baguiati incident issue

শীঘ্রই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে জেলে দেখা হবে মলয় ঘটকের ৷ সিবিআই হানা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে এ কথা বললেন সুকান্ত মজুমদার (Sukanta Slams Mamata)৷ বাগুইআটির ঘটনা নিয়েও সরব হয়ে তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপালেন তিনি (Sukanta Majumdar)৷

বালুরঘাট, 7 সেপ্টেম্বর: পার্থ চট্টোপাধ্যায়রা যেখানে আছেন, সেখানেই বোধহয় খুব শিগগিরই তাঁদের সঙ্গে দেখা হয়ে যাবে মলয় ঘটকের (Sukanta Slams Mamata)। রাজ্যের আইনমন্ত্রীর বাসভবন-সহ চার জায়গায় সিবিআই হানার ঘটনায় কটাক্ষ করে এ কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)৷ আজ কলকাতা থেকে বালুরঘাটে গিয়ে তিনি বলেন, এর আগে মলয় ঘটককে দিল্লিতে তলব করা হয়েছিল । আসানসোলে কয়লা পাচার হয়ে থাকে, এই তথ্য রাজ্যবাসীর জানা ৷ সুতরাং আজ সেখানে ও মন্ত্রীর বাড়িতে হানা দিয়ে সিবিআই নিশ্চয়ই এ সংক্রান্ত গুরুত্বপুর্ণ নথি হাতে পাবে বলে মনে করেন সুকান্ত ।

বাগুইআটি কাণ্ড নিয়েও এ দিন রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এই ঘটনার দায় সরাসরি পুলিশ মন্ত্রীর উপর চাপান তিনি ৷ বলেন, মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী ৷ তাঁর অদক্ষতায় আজ অকালে দুটি প্রাণ চলে গেল । কেননা পুলিশ কোনও রকম তদন্ত তো করেইনি, উলটে পরিবারটিকে মিডিয়ার সামনে মুখ খুলতে নিষেধ করে দিয়েছিল । পুলিশ কেন এমন করেছিল, তার কৈফিয়ত পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে দিতে হবে বলে দাবি করেন সুকান্ত ।

তিনি আরও বলেন, এমন নয় যে পরিবারটি বিজেপি বা অন্য কোনও দলের সঙ্গে যুক্ত ৷ তারা বরং তৃণমূল করে । তারা তাদের ছেলেদের বাঁচাতে পুলিশ, স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে স্বয়ং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিল । কিন্তু মুখ্যমন্ত্রী পাত্তা না দেওয়ায় দুটি জলজ্যান্ত ছেলের প্রাণ চলে গেল । সুকান্তর অভিযোগ, "দুর্ভাগ্যজনক এই ঘটনার খবর পেয়ে আমি শোকগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে গেলে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দলবল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুন্ডাবাহিনী আমাকে তাদের সঙ্গে দেখা করতে দেয়নি । অথচ পরিবারের লোকজন আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ৷"

রাজ্য সরকারকে কটাক্ষ সুকান্তর

আরও পড়ুন: বাগুইআটি কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, 'ক্লোজড' আইসি

সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও অন্যান্য বিজেপি নেতৃত্ব ডিসেম্বরের মধ্যে রাজ্যে এই সরকার পড়ে যাবে বলে মন্তব্য করেছেন ৷ সে প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "দুর্নীতির দায়ে পার্থ চট্টোপাধ্যায় জেলে, মলয় ঘটকও যদি জেলে যান, রাজ্যের অন্যান্য দুর্নীতির দায়ে একে একে অন্য সব মন্ত্রীরা এমনকী যদি স্বয়ং মুখ্যমন্ত্রীকেও জেলে যেতে হয়, তাহলে তো তাঁদের জেলে বসেই মন্ত্রিসভার বৈঠক করতে হবে । স্বাভাবিক ভাবেই এ সব ঘটনা পরম্পরা সামনে আসার পর অনুমানের ভিত্তিতেই আমরা ভেবে নিতে পারি, ডিসেম্বরের মধ্যে এই সরকার পড়ে যেতে পারে । সেই অনুযায়ী আমরা আমাদের কথা বলছি ৷"

Last Updated :Sep 7, 2022, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.