Smuggler Killed: গঙ্গারামপুরে বিএসএফের গুলিতে পাচারকারীর মৃত্যু

author img

By

Published : Sep 9, 2022, 7:14 AM IST

Updated : Sep 9, 2022, 12:57 PM IST

Smuggler Killed

বিএসএফের গুলিতে মৃত্যু হল পাচারকারীর (A Smuggler Died in BSF Firing)৷ গঙ্গারামপুর থানার অন্তর্গত ইন্দো বাংলাদেশ সীমান্তের হরিহরপুর এলাকার ঘটনা। তার থেকে উদ্ধার হল 100 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ, প্রায় 10 থেকে 12 কেজি কচ্ছপের চামড়া, একটি তারকাটার যন্ত্র, হাসুয়া-সহ তিনটি লাঠি।

গঙ্গারামপুর, 9 সেপ্টেম্বর: বিএসএফের গুলিতে প্রান হারালো এক পাচারকারী (A Smuggler Died in BSF Firing)। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার অন্তর্গত ইন্দো বাংলাদেশ সীমান্তের হরিহরপুর বিওপি এলাকায়। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ কফ সিরাপ, প্রায় 12 কেজি কচ্ছপের চামড়া, একটি হাঁসুয়া ও 3টি লাঠি ৷
বিএসএফ সূত্রে খবর, বুধবার রাত ন‘টা নাগাদ 10-12 জনের একটি পাচারকারী দল হরিহরপুর বিওপির দিকে আসছিল। কর্তব্যরত বিএসএফ জওয়ান পাচারকারীদের ধাওয়া করলে তারা বাংলাদেশের দিকে চলে যায়। অভিযোগ, কর্তব্যরত বিএসএফের ( Border Security Force) অস্ত্র ছিনতাইয়েরও চেষ্টা করে ওই পাচারকারী ৷ ওরপরেই ওই পাচারকারীর সঙ্গে বিএসএফের খন্ড যুদ্ধ বেঁধে যায় ৷ সূত্রের দাবি, ওই বিএসএফ জওয়ান তাঁকে লক্ষ্য করে গুলি চালায় (A Smuggler Died in Dakshin Dinajpur) ৷

বিএসএফের গুলিতে পাচারকারীর মৃত্যু

আরও পড়ুন: ছাগল আটকে রেখে তিন লাখ টাকা দাবি, বিএসএফের বিরুদ্ধে পুলিশে অভিযোগ গ্রামবাসীদের

খবর পেয়েই বৃহস্পতিবার সকালে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে বালুঘাট হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পাশাপাশি উদ্ধার হওয়া সামগ্রী পুলিশকে হস্তান্তর করা হয়। ঘটনার পর বিএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি । দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ আধিকারিক রাহুল দে জানান, বিএসএফের গুলিতে প্রান হারিয়েছেন এক পাচারকারী। তার পরিচয় এখনও জানা যায়নি।

Last Updated :Sep 9, 2022, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.