Central Team Visit: কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শনের খবর পেয়ে টনক নড়ল পঞ্চায়েতের

author img

By

Published : Aug 9, 2022, 6:31 PM IST

Central Team Visit

দক্ষিণ দিনাজপুর জেলাতেও কেন্দ্রীয় প্রতিনিধি দল দুর্নীতি সরেজমিনে খতিয়ে দেখতে এসেছেন । রবিবার রাতেই বালুরঘাটে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল (Gram Panchayat Took Initiative After Hearing About the Central Team Visit)।

বংশীহারি, 8 আগস্ট: কেন্দ্রীয় প্রতিনিধিদল আসার আগে তাদের 100 দিনের কাজ দেখাতে তিন দিন আগে গাছ লাগানোর অভিযোগ উঠল বংশীহারি ব্লকের 2 নম্বর ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে (Gram Panchayat Took Initiative After Hearing About the Central Team Visit) । স্থানীয়দের অভিযোগ, সোমবার কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে বলে পঞ্চায়েতের পক্ষ থেকে তড়িঘড়ি কেলনা এলাকায় লাগানো হয়েছে গাছ । কিন্তু পঞ্চায়েতের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েতের উপপ্রধান ।

রাজ্যের বেশ কয়েকটি জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও কেন্দ্রীয় প্রতিনিধি দল দুর্নীতি সরেজমিনে খতিয়ে দেখতে এসেছেন । রবিবার রাতেই বালুরঘাটে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল । বালুরঘাট সার্কিট হাউসে তারা রাত্রিবাস করেন । এরপর সোমবার সকালে চলে যান দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের ব্রজবল্লভপুর ও এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় । বংশীহারি ব্লকের কেলনা এলাকায় কেন্দ্রীয় প্রতিনিধিদল আসার আগেই রাস্তার দু-ধারে গাছ লাগানো হয়েছে বলে এলাকাবাসীদের দাবি ।

আরও পড়ুন: গাছ লাগানোর এগ্রিমেন্টে সই করলে পাওয়া যাবে বিল্ডিং প্ল্যানের অনুমতি

2021-22 আর্থিক বর্ষে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে গড়গড়িয়া ব্রিজ থেকে বাহিরি রায়ের বাড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তায় বৃক্ষরোপণ করা হয় কিন্তু এলাকাবাসীদের দাবি আর্থিক বর্ষে রাস্তার দু'ধারে কোনও গাছই লাগানো হয়নি । তবে পঞ্চায়েতের পক্ষ থেকে গাছ লাগানোর অভিযোগ অস্বীকার করা হয় । ঘটনাস্থলে গিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিদের চক্ষু চড়কগাছ ৷ কেন্দ্রীয় প্রতিনিধি দল ঢুকবে বলে সদ্য গাছের চারা ও বোর্ড লাগানো হয়েছে ৷

কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শনের খবর পেয়ে টনক নড়ল পঞ্চায়েতের

100 দিনের কাজ নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ ওঠে । বিজেপির করা অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার থেকে টাকা পাঠানো বন্ধ হয়েছে, রাজনৈতিক এই দড়ি টানাটানি চলছেই রাজ্যজুড়ে ৷ আর এরই মাঝে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমার দুটি ব্লকে আজ কেন্দ্রীয় প্রতিনিধি দল 100 দিনের প্রকল্পের বিভিন্ন প্রকল্পগুলো খতিয়ে দেখার জন্য তদন্তে নামল । প্রথম দিন ব্রজবল্লভপুর বংশীহারি ব্লক এবং নন্দনপুর গ্রাম পঞ্চায়েত গঙ্গারামপুর ব্লক এলাকায় কেন্দ্রীয় প্রতিনিধি দল বিভিন্ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন । কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে । যে সমস্ত পঞ্চায়েতে লাগামহীন দুর্নীতি হয়েছে বলে বিজেপির অভিযোগ ৷ যেমন কুমারগঞ্জ, গঙ্গারামপুর, তপন, কুশমন্ডি ও বালুরঘাট-সহ বিভিন্ন ব্লকের অধীনে বিভিন্ন পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সড়ব হয়েছে বিজেপির জেলা নেতৃত্ব । কেন্দ্রীয় প্রতিনিধি দল আগামী পাঁচ দিন জেলায় থাকবে এবং তারা বিভিন্ন ব্লকে গিয়ে 100 দিনের প্রকল্পের কাজ সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে ।

আরও পড়ুন: সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ে পালিত বৃক্ষবন্দনা উৎসব

এই বিষয়ে এলাকার এক মহিলা প্রতিমা রায় জানান, রাস্তার দু'ধারে কোনও গাছ ছিল না বা কোন বোর্ড লাগানো হয়নি । কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার তিনদিন আগে পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো হয়েছে রাস্তার দু'ধারে গাছ । পঞ্চায়েতের পক্ষ থেকে গাছগুলো আনা হলেও রাতারাতি সেই কাজগুলো লাগানো হয় এবং সঙ্গে এনআরজিএস প্রকল্পের বোর্ড লাগানো হয় ।

ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়ন্ত সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান 2021-22 শিক্ষাবর্ষে রাস্তার দুই ধারে গাছগুলো লাগানো হয়েছিল কিন্তু যত্নের অভাবে কাজগুলি মরে যায় । সে কারণে পরশু আবার নতুন করে গাছ লাগানো হয় । গ্রামবাসীদের করা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.